মার্কিন মুলুকে ৯/১১ হামলার অন্যতম চক্রী ছিল আয়মান আল-জওয়াহিরি। ২০১১ সালে মার্কিন হামলায় ওসামা বিন লাদেন মারা যাওয়ার পর সংগঠনের প্রধান পদে বসানো হয়েছিল তাকেই। এহেন জঙ্গি নেতাকে গত ৩১ জুলাই খতম করেছে আমেরিকা। গতকাল সেই খবর নিশ্চিত ভাবে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
1/5আড়াই কোটি মার্কিন ডলার (ভারতীয় মুদ্রায় দুই হাজার কোটি টাকা) ছিল জওয়াহিরির মাথার দাম। ২০১১ সাল থেকে আল কায়দার প্রধান পদে ছিল সে। ৯/১১ হামলার অন্যতম চক্রী হিসেবে চিহ্নিত জাওয়াহারির মৃত্যুতে বাইডেনের দাবি, মৃত প্রায় তিন হাজারের প্রতি এটাই সুবিচার। (via REUTERS)
2/5মিশরের কায়রোর আল মাদি শহরে উচ্চ-মধ্যবিত্ত পরিবারে জন্ম জওয়াহিরির। ১৯৫১ সালের ১৯ জুন জন্ম তাঁর। পূর্বসূরি লাদেনের মতোই আয়মানও উচ্চ শিক্ষিত ছিল। কায়রো ইউনিভার্সিটি থেকে মেডিসিনের ডিগ্রি রয়েছে তাঁর। সার্জন হিসেবে মিশরের সেনাবাহিনীতে তিন বছর ছিল সে। (via REUTERS)
3/5১৫ বছর বয়সে বন্ধুদের নিয়ে প্রথম সরকার বিরোধী একটি সংগঠন গড়ে তুলেছিল জওয়াহিরি। ১৯৮১ সালের ৬ অক্টোবর মিশরের তৎকালীন প্রেসিডেন্ট আনোয়ার সাদাতের খুনে তার সংগঠনের হাত ছিল বলে মনে করা হয়। সাদাতের হত্যাকাণ্ডে ১৯৮১ সালে গ্রেফতার করা হয়েছিল আয়মানকে। (via REUTERS)
4/5এরপর ১৯৯৮ সালে মিশরের ইসলামিক জিহাদ নামক একটি সংগঠন চালু করে আয়মান। আফ্রিকার বিভিন্ন মার্কিন দূতাবাসে হামলা চালায় তার সংগঠন। এরপর ৯/১১ হামলাতেও যোগ ছিল তার। (via REUTERS)
5/5জানা গিয়েছে, গত ৩১ জুলাই জাওয়াহারি কাবুলে নিজের বাড়ির বারান্দায় দাঁড়িয়েছিল। সেই সময় একটি মার্কিন ড্রোন থেকে দুটো হেলফায়ার মিসাইল নিক্ষেপ করা হয়। তাতেই মৃত্যু হয় জওয়াহিরির। (via REUTERS)