বাংলা নিউজ > ছবিঘর > Who Is Al Qaeda Chief Al Zawahiri: মাথার দাম ২ হাজার কোটি, কীভাবে চিকিৎসক থেকে আল-কায়দা প্রধান জওয়াহিরি?

Who Is Al Qaeda Chief Al Zawahiri: মাথার দাম ২ হাজার কোটি, কীভাবে চিকিৎসক থেকে আল-কায়দা প্রধান জওয়াহিরি?

মার্কিন মুলুকে ৯/১১ হামলার অন্যতম চক্রী ছিল আয়মান আল-জওয়াহিরি। ২০১১ সালে মার্কিন হামলায় ওসামা বিন লাদেন মারা যাওয়ার পর সংগঠনের প্রধান পদে বসানো হয়েছিল তাকেই। এহেন জঙ্গি নেতাকে গত ৩১ জুলাই খতম করেছে আমেরিকা। গতকাল সেই খবর নিশ্চিত ভাবে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।