বাংলা নিউজ > ছবিঘর > উল্কাগতিতে উত্থান, BJP-র প্রথমসারির নেতাদের সঙ্গে ছবি, কোকেন নিয়ে গ্রেফতার পামেল গোস্বামী কে?

উল্কাগতিতে উত্থান, BJP-র প্রথমসারির নেতাদের সঙ্গে ছবি, কোকেন নিয়ে গ্রেফতার পামেল গোস্বামী কে?

শুক্রবার নিউ আলিপুর থেকে কোকেন-সহ গ্রেফতার করা হয়েছে বিজেপির যুব মোর্চা নেত্রীর পামেলা গোস্বামীকে। যার আনুমালিক মূল্য প্রায় ১০ লাখ টাকা। তাঁর সঙ্গে এক ব্যক্তিকেও গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু কে এই পামেলা? রাজনীতিতে তেমন পরিচিত মুখ না হলেও প্রথমসারির নেতার সঙ্গে তাঁর ছবি দেখা গিয়েছে। একনজরে দেখে নিন পামেলা সংক্রান্ত বিভিন্ন তথ্য -