Jonny Bairstow's Girlfriend: ভারত-ইংল্যান্ডের টেস্ট ম্যাচে দারুণ খেললেন জনি বেয়ারস্টো। তাঁর দুর্দান্ত ব্যাটিং চমকে দিল সবাইকেই। দু’টি ইনিংসেই সেঞ্চুরি করেছেন তিনি। এহেন জনির প্রেমিকা কে? তাঁর নাম এলেনর টমলিনসন। জেনে নিন, তাঁর পরিচয়।
1/8জনি বেয়ারস্টোর বান্ধবী এলেনর টমলিনসন একজন বিখ্যাত ব্রিটিশ অভিনেত্রী এবং গায়িকা। তিনি ‘অ্যাঙ্গাস’, ‘জ্যাক দ্য জায়ান্ট স্লেয়ার’, ‘থংস’ এবং ‘পারফেক্ট স্নোগিং’-এর মতো ইংরেজি ছবিতে অভিনয় করেছেন। (photo- social media)
2/8এলেনর টমলিনসন ১৯ মে, ১৯৯২ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। যখন তিনি ছোট ছিলেন, তখন তাঁর পরিবার ইয়র্কশায়ারে চলে আসে। তাঁর মা জুডিথ হিলবার্ট একজন গায়িকা। বাবা ম্যালকম টমলিনসন একজন অভিনেতা এবং ভাষ্যকার। এলেনরের একটি ভাই আছে, যিনিও একজন অভিনেতা। তাঁর নাম রস টমলিনসন। (photo- social media)
3/8এলিয়েনর টমলিনসন এবং জনি বেয়ারস্টো ২০১৮ সাল থেকে সম্পর্কের মধ্যে রয়েছেন। দু’জনকে প্রায়ই একে অপরের সঙ্গে দেখা যায়। তবে নিজেদের সম্পর্ক নিয়ে এখনও মুখ খোলেননি দুজন। (photo- social media)
4/8রেসকোর্সে নাকি দু’জনের দেখা হয়েছিল। যেখানে দু’জন একসঙ্গে অনেক সময় কাটিয়েছেন। সেই সাক্ষাৎ থেকেই তাঁদের বন্ধুত্ব হয়। (photo- social media)
5/8জনি বেয়ারস্টোর আগে অভিনেতা হ্যারি রিচার্ডসনের সঙ্গে সম্পর্ক ছিল এলেনরের। (photo- social media)
6/8এলেনর একজন জনপ্রিয় ইংরেজ অভিনেত্রী। তিনি অল্প বয়সেই ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করেন। ‘জ্যাক দ্য জায়ান্ট স্লেয়ার’ তাঁর কেরিয়ারে এখনও পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় সিনেমা। (photo- social media)
7/8ইংল্যান্ড দলের অন্যতম সেরা খেলোয়াড় জনি বেয়ারস্টো। ভারতের বিপক্ষে পঞ্চম টেস্টের দুই ইনিংসেই ভালো ব্যাটিং করেছেন তিনি। দুই ইনিংসেই করেছেন সেঞ্চুরি। (photo- social media)
8/8ভারত-ইংল্যান্ডের টেস্ট ম্যাচে জনি বেয়ারস্টো দুর্দান্ত ব্যাটিং করেছেন এবং ভারতীয় বোলারদের অবস্থা খারাপ করে দিয়েছেন। দুই ইনিংসেই সেঞ্চুরি করেছেন তিনি। (photo- social media)