Who is Hadi Matar, Attacker on Salman Rushdie: সলমন রুশদির ওপর হামলাকারী হাদি মাটার কে? কেন চালানো হল এই নৃশংস হামলা?
Updated: 13 Aug 2022, 09:12 AM ISTবুকারজয়ী লেখক সলমন রুশদির উপর গতকাল আচমকাই হামলা হয়েছিল একটি অনুষ্ঠান মঞ্চে। গুরুতর অবস্থায় লেখক এখন হাসপাতালে আছেন। আক্রমণকারীকে প্রায় সঙ্গে সঙ্গেই গ্রেফতার করা হয়েছিল। এবার তাঁর পরিচয় প্রকাশ্যে এল। জানা গেল হাদি মাটার নামে ওই ব্যক্তির বয়স ২৪ বছর। বাড়ি নিউ জার্সিতে।
পরবর্তী ফটো গ্যালারি