1/5দিন কয়েক ধরেই সোশ্যাল মিডিয়া দু'ভাবে ভাগ হয়ে গিয়েছে। একদল গিয়েছে শন বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, তো আরেক দল রয়েছেন আদৃত রায়ের দিকে। তর্ক উঠছে কে বেশি হট? আপনারাই বিচার করে দেখুন তো? (ছবি-ইনস্টাগ্রাম)
2/5অভিনয়ে আসার আগে মডেলিং করতেন আদৃত। পুরনো সময়ে একটি ম্যাগাজিনে কভার শ্যুটের সময় খালি গায়ে শার্ট পরে এই ফোটোশ্যুট করিয়েছিলেন। সেটাই এখন ভাইরাল হয়েছে।
3/5‘মিঠাই’-র দর্শকরা দাবি করছেন শনকে নাকি গুনে গুনে গোল দিতে পারেন আদৃত তাঁর সুঠাম শরীর দিয়ে। এদিকে ‘মন ফাগুন’-এর দর্শকরা বলছে মোটেও তেমন নয়। শনকে টক্কর দেওয়া ‘মুশকিলই নেহি নামুমকিন হ্যায়’।
4/5এই যে দিলাম শনের ছবি। আপনার কাকে বেশি হট লাগছে?
5/5শন কিন্তু সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি সক্রিয়। নিজের নানা মুডের ছবি দিয়েই থাকেন তিনি। আর তাতে লক্ষ লক্ষ লাইক আর কমেন্ট আসে। এখানে লড়াইটা আবার শুধু দুই নায়কের নয়, দুই চ্যানেলের! বেশ জমেছে কিন্তু…