Who is Noel Tata: রতনের উত্তরসূরি হতে পারেন তাঁর সৎ ভাই, কে এই নোয়েল টাটা?
Updated: 10 Oct 2024, 11:50 AM ISTপ্রয়াত রতন টাটা। রতন টাটার নিজের কোনও সন্তান ছিল না। বর্তমানে টাটা গোষ্ঠীর চেয়ারম্যান এন চন্দ্রশেখরন। এই আবহে টাটা নামের ঐতিহ্য কি 'মুছে' যাবে সংস্থা থেকে? কে হবেন রতন টাটার উত্তরসূরি? এই জল্পনার মাঝেই নাম উঠছে রতনের সৎ ভাই নোয়েলের।
পরবর্তী ফটো গ্যালারি