Who is Sunil Kanugolu: কর্ণাটকের পর তেলাঙ্গানার গদিতে বসালেন কংগ্রেসকে, চিনে নিন 'দক্ষিণের PK'-কে
Updated: 03 Dec 2023, 06:44 PM ISTভারতীয় রাজনীতিতে ভোটকুশলী হিসেবে সবচেয়ে পরিচিত ব্যক্তি প্রশান্ত কিশোর। বিগত বছরগুলিতে বাংলার, তামিলনাড়ু, অন্ধপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যে বিজেপি বিরোধী শক্তিকে সাহায্য করেছেন পিকে। আর দক্ষিণ ভারতে কংগ্রেসের হয়ে সেই কাজই করে চলেছে আরও এক ভোট কুশলী। তাঁর নাম - সুনীল কানুগোলু।
পরবর্তী ফটো গ্যালারি