হু বলছে, যাঁদের কোভিডের হাইব্রিড ইমিউনিটি রয়েছে, তাঁদের দেহে গুরুতর সংক্রমণের ৯৫ শতাংশ কম সম্ভাবনা রয়েছে তাঁদের তুলনায়, যাঁরা ভ্যাকসিন নেননি বা সংক্রমিত হননি। প্রসঙ্গত, বিশ্বজুড়ে একাধিক দেশে কোভিড হু হু করে বেড়ে যাচ্ছে। ওমিক্রনের বিএফ সেভেন ও এক্সবিবি ১.৫ ভ্যারিয়েন্টের প্রকোপ বেড়ে যাওয়ার ফলে এই প্রকোপ গিয়েছে বেড়ে।
1/5কোভিডের সংক্রমণের তীব্রতা ঘিরে আতঙ্ক কমলেও, বিশ্ব কোভিড মুক্ত নয়। এই পরিস্থিতিতে ভ্যাকসিন ও মাস্কের উপকারিতা নিয়ে বারবার সতর্কতার বার্তা দিচ্ছে বিশ্বস্বাস্থ্য সংস্থা হু। তারই মাঝে সদ্য হু-এর তরফে জানানো হয়েছে যে, হাইব্রিড ইমিউনিটি এমনই একটি প্রতিরোধক বিষয় যা ভ্যাকসিনের থেকেও ভালো। এই সম্পর্কিত একটি গবেষণা সদ্য প্রকাশিত হওয়ার পর তাকে কার্যত সমর্থন যোগায় বিশ্বস্বাস্থ্য সংস্থাও। : রয়টার্স (AFP)
2/5হু বলছে, যাঁদের কোভিডের হাইব্রিড ইমিউনিটি রয়েছে, তাঁদের দেহে গুরুতর সংক্রমণের ৯৫ শতাংশ কম সম্ভাবনা রয়েছে তাঁদের তুলনায়, যাঁরা ভ্যাকসিন নেননি বা সংক্রমিত হননি। প্রসঙ্গত, বিশ্বজুড়ে একাধিক দেশে কোভিড হু হু করে বেড়ে যাচ্ছে। ওমিক্রনের বিএফ সেভেন ও এক্সবিবি ১.৫ ভ্যারিয়েন্টের প্রকোপ বেড়ে যাওয়ার ফলে এই প্রকোপ গিয়েছে বেড়ে। Shen/Bloomberg (AFP)
3/5সদ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণায় দেখা গিয়েছে, ওমিক্রনের নেতৃত্বে কোভিডের প্রকোপের বিরুদ্ধে, কোভিডে আক্রান্ত হওয়ার পর গড়ে ওঠা প্রতিরোধ ক্ষমতা ও হাইব্রিড ইমিউনিটি দুটিই কার্যকরী। শুধুমাত্র ভ্যাকসিনেশনের চেয়েও বেশি কার্যকরী হল এই দুই প্রতিরোধ ক্ষমতা। (Photo by Indranil MUKHERJEE / AFP) (AFP)
4/5তবে গবেষণা এটাও বলছে, ভ্যাকসিন দ্বারা প্রবেশ করানো প্রতিরোধ ক্ষমতা ও কোভিডের থেকে প্রবেশ করা রোগ প্রতিরোধ ক্ষমতা এখনও বেশ কয়েকটি উদ্বেগের রেখা রেখে যাচ্ছে। বিশেষত শীতের সময়ে কীভাবে এই রোগের প্রতিরোধ গড়া যায় তা নিয়ে রয়েছে উদ্বেগ। (PTI Photo) (AFP)
5/5ভারতে কোভিড পরিস্থিতি: ভারতে কোভিড বর্তমানে নতুন করে ৮৯ জনের দেহে দেখা গিয়েছে। অ্যাক্টিভ কেস রয়েছে ২০০০ জনের নিচে। এদিকে তারই মধ্যে দেশের মাটিতে তৈরি হওয়া প্রথম ন্যাজাল কোভিড ভ্যাকসিন ইনকোভ্যাক আসতে চলেছে ২৬ জানুয়ারি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই) (AFP)