1/8শনিবার সন্ধ্যায় ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা করেছেন বিরাট কোহলি। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
2/8বিরাট কোহলির পর কে হবেন ভারতীয় টেস্ট দলের অধিনায়ক? তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। লাল বলের ক্রিকেটে ভারতের অধিনায়কত্বের ব্যাটন তুলে নেওয়ার ক্ষেত্রে লড়াইটা মোটামুটি রোহিত শর্মা এবং কেএল রাহুলের মধ্যেই সীমিত আছে। তবে আপাতত যা পরিস্থিতি, তাতে রোহিতই তিন ফর্ম্যাটে ভারতের অধিনায়ক হতে চলেছেন বলে সংশ্লিষ্ট মহলের দাবি। (ফাইল ছবি, সৌজন্যে টুইটার)
3/8দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজের জন্য রোহিতকে ভারতের সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয়েছিল। কিন্তু চোটের জন্য ছিটকে যাওয়ায় বিরাটের ডেপুটি করা হয়েছিল রাহুলকে। জোহানেসবার্গে দ্বিতীয় টেস্টে দলকে নেতৃত্বও দিয়েছিলেন। কিন্তু টেস্ট দলের নেতৃত্ব প্রদানকারী গ্রুপের স্বাভাবিক যে কাঠামো, তা বিসিসিআই পালটাবে চাইবে না বলে সংশ্লিষ্ট মহলের বক্তব্য। সেই পরিস্থিতিতে রোহিতের হাতেই ভারতীয় টেস্ট দলের অধিনায়কত্বের ব্যাটন যাবে বলে ধারণা সংশ্লিষ্ট মহলের। (ফাইল ছবি, সৌজন্যে টুইটার)
4/8সেক্ষেত্রে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিরুদ্ধে পূর্ণ সময়ের টেস্ট অধিনায়ক হিসেবে রোহিতের যাত্রা শুরু হবে। রোহিত তিন ফর্ম্যাটের অধিনায়ক হয়ে যাবেন। ডেপুটি হবেন রাহুল। (ফাইল ছবি, সৌজন্যে টুইটার)
5/8আগামী দু'বছরে টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ৫০ ওভারের বিশ্বকাপ থাকায় ওয়ার্ক-লোড ম্যানেজমেন্টের জন্য রোহিত বিরতি নিতে পারেন। সেইসময় টেস্ট দলের নেতৃত্ব দেবেন রাহুল। (ফাইল ছবি, সৌজন্যে টুইটার)
6/8বিশেষজ্ঞদের বক্তব্য, আন্তর্জাতিক ক্রিকেটে যথেষ্ট উত্থান-পতনের সাক্ষী থেকেছেন রাহুল। তাই এখনও সেই সময় আসেনি, যখন নিজের ব্যাটিংয়ের পাশাপাশি দলের বাকিদের দিকেও বাড়তি নজর দিতে পারবেন তিনি। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)
7/8বিশেষজ্ঞদের বক্তব্য, অজিঙ্কা রাহানে যদি ফর্মে থাকতেন, তাহলে ভারতীয় দলের টেস্ট দলের অধিনায়কত্ব নিয়ে কোনও প্রশ্নই থাকত না। অধিনায়ক হিসেবে রাহানের রেকর্ড অত্যন্ত ভালো। কিন্তু তিনি এতটাই খারাপ ফর্মে আছেন যে দল থেকেই বাদ চলে যেতে পারেন। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
8/8একটি মহলের তরফে আবার টেস্ট দলের অধিনায়ক হিসেবে ঋষভ পন্তের নাম সওয়াল করা হচ্ছে। তবে বোর্ডের তরফে তেমন কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। আপাতত নেতৃত্বের বাড়তি দায়িত্ব পন্তের উপর দেওয়া হবে না বলে মত বিশেষজ্ঞদের। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স)