ওমিক্রন আতঙ্কের মধ্যে 'Precaution Dose' বা ‘সতর্কতামূলক ডোজ’-এর ঘোষণা করেছে ভারত। কিন্তু সকলে পাবেন না 'Precaution Dose' বা ‘সতর্কতামূলক ডোজ’। কারা পাবেন বুস্টার ডোজ এবং কবে থেকে পাবেন, তা দেখে নিন একনজরে -
1/5নয়া বছরের ১০ জানুয়ারি থেকে ভারতে করোনাভাইরাস টিকার 'Precautionary Dose' বা ‘সতর্কতামূলক ডোজ’ (সরকারিভাবে বুস্টার ডোজ বলা হয়নি) প্রদান করা হবে। এমনটাই ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)
2/5তবে সকলে পাবেন না সেই করোনাভাইরাস টিকার 'Precautionary Dose' বা ‘সতর্কতামূলক ডোজ’। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)
3/5শনিবার মোদী জানান, প্রথমসারি করোনাভাইরাস যোদ্ধা, স্বাস্থ্যকর্মীদের 'Precautionary Dose' দেওয়া হবে। আগামী বছরের ১০ জানুয়ারি থেকে শুরু হবে সেই কর্মসূচি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5সেইসঙ্গে কো-মর্বিডিটি থাকা ষাটোর্ধ্বদের ‘সতর্কতামূলক ডোজ’ প্রদান করা হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই)