বাংলা নিউজ > ছবিঘর > WHO's Scary message on Turkey Earthquake: 'মৃতের সংখ্যা বাড়তে পারে', তুরস্ক-সিরিয়া ভূমিকম্প নিয়ে চরম শঙ্কা WHO-এর

WHO's Scary message on Turkey Earthquake: 'মৃতের সংখ্যা বাড়তে পারে', তুরস্ক-সিরিয়া ভূমিকম্প নিয়ে চরম শঙ্কা WHO-এর

সোমবার তুরস্ক ও উত্তর সিরিয়ার ভয়াবহ ভূমিকম্প এবং পরপর আফটারশকে ক্রমেই বেড়ে চলেছে মৃতের সংখ্যা। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়া। তুরস্কের পার্শ্ববর্তী সিরিয়াসহ প্রতিবেশী দেশ লেবানন, সাইপ্রাস, ইসরায়েলেও এই ভূকম্পন অনুভূত হয়। এরপর থেকে ঘণ্টায় ঘণ্টায় আতঙ্ক বাড়িয়ে ‘আফটারশক’ হানা দিয়েছে এই অঞ্চলে।