3/6বিষয়টা মজাদার হলেও এর পিছনে রয়েছে বৈজ্ঞানিক কারণে। অনেকেরই তা অজানা। জেনে নিন কেন কুকুররা এমন জায়গা দেখলেই সেখানে মূত্র ত্যাগ করে। ছবি : পিটিআই (Facebook)
4/6প্রথমত, কুকুররা মূত্রের মাধ্যমে নিজেদের এলাকা চিহ্নিত করে। গাড়ির চাকা যেহেতু বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে থাকে, তাই তাতে নানা এলাকার কুকুর মূত্র ত্যাগ করে। তাই এটা কুকুরের একটা প্রবৃত্তিতে দাঁড়িয়ে যায়। টায়ার শুঁকলেই অন্য এলাকার কুকুরের গন্ধ পায় তারা। ফাইল ছবি : পিটিআই (Facebook)
5/6দ্বিতীয়ত, টায়ার, গাছের গুঁড়ি, বিদ্যুতের খুঁটি- সবকটার মধ্যে কমন কী? প্রতিটিই ভার্টিকাল, অর্থাত্ খাড়া। ফলে মাটির তুলনায় সেখানে মূত্রের গন্ধ বেশি সময় ধরে থাকবে। তাছাড়া সেটি অন্যান্য কুকুরের নাকের সঙ্গে সমান স্তরে থাকে। ফলে এলাকা চিহ্নিত করার পক্ষে এটা আদর্শ। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (Facebook)
6/6শুধু যে কুকুর-বিড়ালই এমনটা করে, তা কিন্তু নয়। বাঘ-সিংহের মতো বন্যপ্রাণীও একই উপায়ে এলাকা চিহ্নিত করে। বলাই বাহুল্য, জঙ্গলে সেটা গাছের গুঁড়িতেই সীমাবদ্ধ। প্রতীকী ছবি: এএফপি (Facebook)