মিঠাইয়ের পুলিশ দিদি ধারাকে না দেখতে পেয়ে বেশ চিন্ত... more
মিঠাইয়ের পুলিশ দিদি ধারাকে না দেখতে পেয়ে বেশ চিন্তায় দর্শক। ধারাবাহিক থেকে সরে গেলেন নাকি?
1/5মিঠাই ধারাবাহিকে এখন রিকি দ্য রকস্টারের আসল পরিচয় জেনে গেছে মিঠাই আর রুদ্র। তবে অনেকেই হয়তো এটা ভাবছেন সিডের হারিয়ে যাওয়ার তদন্তে প্রথম থেকে লেগে থাকা ধারা হঠাৎ কোথায় গায়েব হয়ে গেল। অনেকে তো চিন্তায় পড়ে গিয়েছেন, তবে কি ধারা চরিত্রটাকে সরিয়ে দেওয়া হল?
2/5ধারা হিসেবে দর্শক মনে জায়গা করে নিয়েছেন অর্কজা আচার্য। এটাই তাঁর প্রথম কাজ। তবে মিঠাইয়ের পুলিশ দিদিকে বেশ ভালোবাসে দর্শক। চিন্তা নেই, ধারা কোথাও যায়নি মিঠাইয়ের টিমকে ছেড়ে। শুধু ঘুরতে গিয়েছেন দক্ষিণবঙ্গে। আর তাই তাঁর দেখা মিলছে না আজকাল।
3/5দার্জিলিং, কার্শিয়াং থেকে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অর্কজা। টয়ট্রেনে চড়া থেকে, বিখ্যাত মার্গারেট ডেক, গ্লেনেরিজ ধরা পড়েছে অভিনেত্রীর ছবিতে।
4/5গ্লেনেরিজের সামনের এই জায়গায় গিয়ে ছবি না তুললে যে ট্যুরই বৃথা। পাহাড়ের মজা চেটেপুটে নিয়ে চলে এসেছেন অর্কজা। খুব জলদি দেখা মিলবে।
5/5এখন প্রশ্ন হল, মিঠাই কি ধারাকেও বলবে রিকির আসল পরিচয়। রুদ্রর সঙ্গে হাত মিলিয়ে পিসেমশাই সন্তোষ সভাপতি আর ওমি আগরওয়ালের পরদা ফাঁস করার কাজে কি লেগে পড়বে সে-ও?