3/5অর্থাত্, ঠিক পিএম-কিষাণের মতোই নিজেদের অ্যাকাউন্টের 'নো ইয়োর কাস্টমার' সম্পন্ন করতে হবে তাঁদের। কিন্তু কেন এই পদক্ষেপ? ফাইল ছবি: রয়টার্স (PTI)
4/5সরকারি আধিকারিকদের দাবি, বহু ব্যক্তি মিথ্যা তথ্য দিয়ে বিধবা ও বার্ধক্য ভাতার টাকা তুলে নেন। অনেক সময়ে দেখা যায়, টাকা সঠিক হাতেই পৌঁছোচ্ছে না। কখনও বা মৃত ব্যক্তির ভাতা তুলতে থাকেন পরিবারের কেউ। ফাইল ছবি: এপি (PTI)
5/5এগুলি রোধ করার জন্যই এবার কড়া পদক্ষেপ সরকারের। শুধু তাই নয়, এবার থেকে ত্রৈমাসিকের বদলে, প্রতি মাসে ভাতা দেবে সরকার। তবে তার জন্য আগে, সমাজকল্যাণ ও মহিলা কল্যাণ বিভাগের ওয়েবসাইট থেকে ই-কেওয়াইসি সম্পন্ন করতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্য পিটিআই) (PTI)