বাড়ছে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা। এবার কি লকডাউন হতে চলেছে? জানিয়ে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।
1/8আপাতত দিল্লিতে লকডাউনের কোনও পরিকল্পনা নেই। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
2/8রবিবার তিনি বলেন, ‘আপনারা যদি মাস্ক পরেন, তাহলে আমরা লকডাউন করতে চাই না। আপাতত লকডাউনের কোনও অভিপ্রায় নেই।’ (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/8তবে দিল্লিতে যেভাবে সংক্রমণ বাড়ছে, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন কেজরিওয়াল। তিনি বলেছেন, ‘করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। আজকের স্বাস্থ্য বুলেটিনে আক্রান্তের সংখ্যা প্রায় ২২,০০০ হতে পারে। আক্রান্তের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাওয়ার বিষয়টি উদ্বেগের। তবে ভয় পাওয়ার কিছু নেই। করোনার আগের ঢেউয়ের সঙ্গে পরিসংখ্যানের তুলনা করেই একথা বলছি আমি।’ (ছবি সৌজন্যে পিটিআই)
4/8কেজরিওয়াল বলেন, 'করোনার (দ্বিতীয়) ঢেউয়ের সময় গত বছর ৭ মে ২০,০০০ জন আক্রান্তের হদিশ মিলেছিল। তবে ৩৪১ জনের মৃত্যু হয়েছিল। হাসপাতালে ২০,০০০ শয্যা ভরতি ছিল। ৮ জানুয়ারি দিল্লিতে ২০,০০০ জন আক্রান্তের হদিশ মিলেছে। কিন্তু মাত্র সাতজনের মৃত্যু হয়েছে। হাসপাতালের ১,৫০০ শয্যা ভরতি আছে।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/8আপাতত দিল্লিতে একাধিক করোনা সংক্রান্ত বিধিনিষেধ জারি আছে। সংক্রমণ রুখতে সপ্তাহান্তে (শুক্রবার রাত ১০ টা থেকে সোমবার ভোর ৫ টা পর্যন্ত) কার্ফু জারি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/8দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, সপ্তাহান্তে কার্ফুর সময় শুধুমাত্র জরুরি পরিষেবার ক্ষেত্রে ছাড় মিলবে। অনাবশ্যকীয় চলাচলে পুরোপুরি বিধিনিষেধ থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
7/8সপ্তাহান্তে সরকারি অফিসে 'ওয়ার্ক ফ্রম হোম' করতে হবে। বেসরকারি অফিসে সর্বাধিক ৫০ শতাংশ কর্মী উপস্থিত থাকতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
8/8দিল্লি সরকারের তরফে জানানো হয়েছে, যেভাবে বাস এবং মেট্রোর জন্য হুড়োহুড়ি পড়ছে, তাতে ১০০ শতাংশ যাত্রী ওঠার অনুমতি দেওয়া হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস)