কোন কোন লক্ষণ দেখলেই বুঝবেন, আপনার প্রেমের সম্পর্ক বেশ নড়বড়ে? নিজের কোন কোন বিষয়গুলি সম্পর্কে সাবধান হবেন?
1/7না চাইলেও অনেকের সম্পর্কই ভেঙে যায়। এই সম্পর্ক ভেঙে যাওয়ার পিছনে বহু কারণ থাকতে পারে। সম্পর্ক ভেঙে যেতে পারে, এটি আগেভাগেই টের পাওয়া সম্ভব। কোন কোন লক্ষণ দেখলে বুঝবেন, প্রেম ঠিক পথে এগোচ্ছে না।
2/7১। পরস্পরের সঙ্গে সময় কাটানোর সময়েও ফোন নিয়ে ব্যস্ত রয়েছেন? সোশ্যাল মিডিয়ায় খুটখাট করে চলেছেন দু’জনেই? তাহলে বুঝতে হবে সম্পর্ক দীর্ঘমেয়াদি হবে না।
3/7২। ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হচ্ছে? সেই সমস্য়া মিটিয়ে নেওয়ারও চেষ্টা করছেন না কেউ? সময়ের সঙ্গে সঙ্গে সেগুলি ধামাচাপা পড়ে গেলেও তা নিয়ে মনের মধ্যে ক্ষোভ থেকে যাচ্ছে? তাহলে বুঝতে হবে, দূরত্ব বাড়ছে।
4/7৩। অনেক দিন ধরে মেলামেশা করছেন ঠিকই, কিন্তু পরস্পরের সম্পর্কে এখনও ভালো করে জানেন না? বা একজন যদি অন্যজনের কাছে তাঁর অতীত সম্পর্কে জানতে চান, তাহলে কি তিনি এড়িয়ে যাচ্ছেন? এমন হলেও বুঝতে হবে, সম্পর্ক ভুল পথে এগোচ্ছে।
5/7৪। পরস্পরের সঙ্গে সময় কাটাচ্ছেন ঠিকই, কিন্তু কথা বলার ভাষা খুঁজে পাচ্ছেন না? মনে হচ্ছে, বলার মতো কোনও কথাই নেই? তাহলেও বুঝতে হবে, আপনার সম্পর্ক ভাঙার পথে।
6/7৫। বিয়ে করবেন কী, করবেন না, সম্পর্কের ভবিষ্যৎ কী হবে, তা নিয়ে কি সংশয় রয়েছে? তাহলেও বুঝতে হবে, এই সম্পর্ক টেকানোর বিষয়টি নিয়ে দু’জনের মধ্যে সংশয় রয়েছে।
7/7৬। বিশেষ কথাবার্তা হয় না, কিন্তু দু’জনে শারীরিকভাবে ঘনিষ্ঠ হন? মনে করছেন, এটাই সম্পর্ক টিকিয়ে রাখার অন্যতম একটি রাস্তা? তাহলেও হয়তো ভুল ভাবছেন। কারণ আপনাদের সম্পর্ক টিকে রয়েছে শুধুমাত্র শারীরিক আকর্ষণের উপর। সেটি না থাকলে আর সম্পর্ক থাকবে না।