ভারতীয় জ্বালানি তেল উৎপাদনকারী সংস্থাগুলির জন্য সুখবর। তেল রফতানি থেকে পাওয়া লভ্যাংশের ওপর যে উইন্ডফল ট্যাক্স ধার্য করা হয়, তা এক ধাক্কায় শূন্যে নামিয়ে দিল। এছাড়া পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানি তেলের ওপর উইন্ডফল ট্যাক্স অপরিবর্তিত রেখেছে কেন্দ্র।
1/5ভারত রেকর্ড পরিমাণে অশোধিত জ্বালানি তেল কিনছে রাশিয়া থেকে। এদিকে ইউরোপে পরিশোধিত তেল রফতানিকারক দেশ হিসেবে শীর্ষ স্থানে পৌঁছে গিয়েছে ভারত। এই আবহে বেশ ভালোই লাভ হচ্ছে জ্বালানি সংস্থাগুলির। এরই মাঝে দেশের জ্বালানি সংস্থাগুলির মুখে আরও চওড়া হল হাসি। উইন্ডফল ট্যাক্স কমিয়ে শূন্য করে দেওয়ায় জ্বালানি উৎপাদনকারী সংস্থাগুলির লাভের অঙ্ক ফুলে ফেঁপে উঠবে। (AP)
2/5এর আগে গত ১ মে সেন্ট্রাল বোর্ড অফ ইনডিরেক্ট ট্যাক্সের তরফে ভারতে উৎপাদিত অশোধিত তেলের উইন্ডফল ট্যাক্স ৬৪০০ টাকা প্রতি টন থেকে কমিয়ে ৪১০০ টাকা করা হয়েছিল। আর এবার সেই কর একধাক্কায় কমিয়ে শূন্যে নামিয়ে দেওয়া হল। আসলে দেশ থেকে পরিশোধিত জ্বালানির রফতানি বেড়েছে। সেভাবে অশোধিত জ্বালানির রফতানি হচ্ছে না। এই আবহে অশোধিত তেলের রফতানির ওপর ধার্য কর কমিয়ে দিল সরকার। (AP)
3/5এর আগে গত ৪ এপ্রিল কেন্দ্রীয় সরকার অশোধিত জ্বালানি তেলের রফতানির ওপর ধার্য উইন্ডফল ট্যাক্স ৩৫০০ টাকা থেকে কমিয়ে শূন্যে নামিয়ে দিয়েছিল। তবে ১৯ এপ্রিল অশোধিত তেলের রফতানির ওপর উইন্ডফল ট্যাক্স বাড়িয়ে ৬৪০০ টাকা করা হয়েছিল। ১ মে সেই উইন্ডফল ট্যাক্সের পরিমাণ আবারও কমানো হয়। আর গতকাল সেই কর ফের একবার শূন্যে নামানো হয়। (AP)
4/5এই উইন্ডফল ট্যাক্স কমানোর ফলে দেশের বাজারে সরাসরি কোনও প্রভাব পড়বে না। তবে আম জনতাকে বেশি টাকা খরচ করেও পেট্রোল, ডিজেল কিনতে হবে না। পাশাপাশি এয়ার টার্বাইন ফুয়েলের দাম স্থিতিশীল থাকায় বিমান ভাড়াও সেভাবে বাড়বে না বলে আশা করা হচ্ছে। দেশের বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্থিতিশীল রাখতেই উইন্ডফল ট্যাক্স কমানো বা বাড়ানো হয় সরকারের তরফে। (AP)
5/5প্রসঙ্গত, বিশ্ব বাজারে তেল বিক্রি করে মোটা অঙ্কের লাভ ঘরে তুলছে জ্বালানি সংস্থাগুলি। এই আবহে সেই লাভের 'লোভে' দেশে তেল বিক্রি না করে বিদেশে তেল রফতানি করার প্রবণতা দেখা দিতে পারে। এই প্রবণতা ঠেকাতেই উইন্ডফল ট্যাক্স ধার্য করা হয়। এই আবহে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওপর নির্ভর করে আগামীতে ফের সংশোধন করা হবে এই উইন্ডফল ট্যাক্সে। (AP)