Winter & Fog Update in West Bengal: জাঁকিয়ে শীতে হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছে পশ্চিমবঙ্গের মানুষের। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১০.৯ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে। পুরুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রিতে নেমে গিয়েছে। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের তাপমাত্রা কেমন থাকবে এবং কুয়াশার দাপট কোন কোন জেলায় থাকবে, তা দেখে নিন -
1/5শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। ব্যারাকপুরে ৯.৮ ডিগ্রি, উলুবেড়িয়ায় ৯.৫ ডিগ্রি, ডায়মন্ড হারবারে ১০.৪ ডিগ্রি, মেদিনীপুরে ১০.৩ ডিগ্রি, কাঁথিতে ১০ ডিগ্রি, বাঁকুড়ায় ৭.৮ ডিগ্রি, শান্তিনিকেতনে ৭.৮ ডিগ্রি, পুরুলিয়া ৬.২ ডিগ্রি, দার্জিলিঙে ৪.৮ ডিগ্রি, রায়গঞ্জে ৬.৪ ডিগ্রি, বর্ধমানে ৭.৩ ডিগ্রি ছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী তিনদিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। পরবর্তী দু'দিনে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে। কোথাও বৃষ্টির পূর্বাভাস নেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে? হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শনিবার এবং রবিবার সকালে দক্ষিণবঙ্গের সব জেলার কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। অর্থাৎ কুয়াশা থাকবে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী তিনদিনে উত্তরবঙ্গে রাতের তাপমাত্রার কোনও পরিবর্তন হবে না। পরবর্তী দু'দিনে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5উত্তরবঙ্গের জেলাগুলিতে কুয়াশার দাপট থাকবে? শনিবার, রবিবার এবং সোমবার উত্তরবঙ্গের সব জেলার (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) কয়েকটি জায়গায় ঘন কুয়াশা থাকবে। তার জেরে দৃশ্যমানতা একেবারে কমে যাবে বলে হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)