শীতে কাঁপছে উত্তর থেকে মধ্য ভারত। দিল্লি, উত্তরপ্রদেশের থেকেও বেশি ঠান্ডা পড়েছে পশ্চিম রাজস্থানের কিছু জায়গায়। পিছিয়ে নেই মধ্যপ্রদেশও। দিল্লি আয়ানগরে যেখানে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১.৮ ডিগ্রি সেলসিয়াস। সেখানে রাজস্থানের বিকানেরে তাপমাত্রা নেমে গিয়েছিল শূন্যে। পূর্ব মধ্যপ্রদেশের নওগংয়ে পারদ নেমেছিল ০.২ ডিগ্রিতে।
1/5উত্তরপ্রদেশের লখনউতে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.১ ডিগ্রি কম। গোরক্ষপুরে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৯ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি কম। বারাণসীতে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম।
2/5বিহারের পটনায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭.৭ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১.৩ ডিগ্রি কম। পঞ্জাবের অমৃতসরে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। রাজস্থানের চুরুতে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।
3/5পশ্চিম মধ্যপ্রদেশের দাটিয়ায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৫.৫ ডিগ্রি কম। গুনায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৬ ডিগ্রি কম। এদিকে পূর্ব মধ্যপ্রদেশের খাজুরাহোতে আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ৫.৪ ডিগ্রি কম।
4/5এদিকে শুক্রবার সকালে আলিপুরের তাপমাত্রা ছিল ১০.৯ ডিগ্রি সেলসিয়াস। পুরুলিয়ায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.২ ডিগ্রি সেলসিয়াসে। বাংলায় দ্বিতীয় শীতলতম শহর ছিল বর্ধমান। সেখানে সর্বনিম্ন তাপমাত্রা নামে ৭.৩ ডিগ্রি সেলসিয়াসে। তৃতীয় স্থানে বাঁকুড়া ও শ্রীনিকেতনের তাপমাত্রা ছিল ৭.৮ ডিগ্রি সেলসিয়াস।