Winter Update Today in West Bengal: শনিবার আরও কমল কলকাতার তাপমাত্রা। শুক্রবারের থেকে সর্বনিম্ন তাপমাত্রা ১.৩ ডিগ্রি কমেছে। পশ্চিমবঙ্গে কতদিন এরকম জাঁকিয়ে শীত থাকবে, কবে ফের তাপমাত্রা বাড়বে, তা দেখে নিন -
1/5আরও কমল কলকাতার তাপমাত্রা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩.২ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। এখনও পর্যন্ত চলতি মরশুমের শীতলতম দিন। সর্বোচ্চ তাপমাত্রাও স্বাভাবিকের থেকে কম আছে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬.২ ডিগ্রিতে ঠেকেছে। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। (ছবিটি প্রতীকী, সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস)
2/5আলিপুর আবহাওয়া দফতরের উপ-মহানির্দেশক সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, পশ্চিমবঙ্গের উপর এখন জোরালো উত্তর-পশ্চিম বাতাস আছে। তার জেরে রাজ্যে তাপমাত্রা কমছে। আগামী এক থেকে দু'দিন এরকম তাপমাত্রা থাকবে। তারপর নতুন করে পারদের পতন হবে না। বরং পরবর্তী দু'তিন দিনে কিছুটা বাড়বে তাপমাত্রা। ফিরে যাবে পুরনো জায়গায় (শুক্রবার যেমন তাপমাত্রা ছিল)। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5আলিপুর আবহাওয়া দফতরের উপ-মহানির্দেশক জানিয়েছেন, আপাতত দক্ষিণবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গেও তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র দার্জিলিং ও কালিম্পঙের দু'এক জায়গায় খুব হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। বাকি ছ'টি জেলায় আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5কবে কবে উত্তরবঙ্গের দুই জেলায় বৃষ্টি হতে পারে? হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, শনিবার ও রবিবার দুই জেলায় বৃষ্টি হবে না। সোমবার এবং মঙ্গলবার দুই জেলায় সামান্য বৃষ্টি হতে পারে বলে আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5তারইমধ্যে কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে দক্ষিণবঙ্গের কোনও জেলায় আপাতত সেরকম কোনও সতর্কতা নেই। উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় কুয়াশা পড়বে। মূলত হিমালয়ের পাদদেশের কয়েকটি জায়গায় সেরকম পরিস্থিতি তৈরি হতে পারে। উপর দিকে থেকে একটি পশ্চিমী ঝঞ্জা অতিক্রম করায় সেই কুয়াশা থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)