Weather Update in Bengal Today: সত্যিই কি আজ ১ জানুয়ারি? ঠান্ডা দেখে অবশ্য সেটা মালুম হচ্ছে না। বছরের পয়লা দিনে প্রায় তিন ডিগ্রি তাপমাত্রা বেড়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে ঠান্ডা পড়বে না। আগামী কয়েকদিন কলকাতা-সহ পশ্চিমবঙ্গের তাপমাত্রা কেমন থাকবে, তা জেনে নিন -
1/5'উষ্ণ' নববর্ষ কাটাতে চলেছে কলকাতা-সহ পশ্চিমবঙ্গ। রবিবার কলকাতায় তাপমাত্রা একলাফে বাড়ল প্রায় তিন ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াসে ঠেকেছে। যা স্বাভাবিকের থেকে বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৬.৭ ডিগ্রিতে ঠেকেছে। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, নয়া বছরের পয়লা দিনে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা ১৬ ডিগ্রির কাছে ঘোরাফেরা করবে। ভোর ও সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়লে আকাশ মূলত পরিষ্কার থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী দু'দিন দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। আগামী তিনদিনে রাতের তাপমাত্রার তেমন হেরফের হবে না। পরবর্তী দু'দিনে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে। আপাতত দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির পূর্বাভাস নেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5হাওয়া অফিসের তরফে জানানো হয়, আগামী পাঁচদিন উত্তরবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। শুধুমাত্র আগামী মঙ্গলবার (৩ জানুয়ারি) পর্যন্ত দার্জিলিঙের উঁচু এলাকায় একেবারে হালকা বৃষ্টি হতে পারে। কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী তিনদিন উত্তরবঙ্গের রাতের তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। পরবর্তী দু'দিনে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি বৃদ্ধি পাবে। তারইমধ্যে আজ ও আগামিকাল উত্তরবঙ্গের সব জেলার একটি বা দুটি জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)