Winter Weather Update in Kolkata & WB: উত্তুরে হাওয়ার দাপটে কলকাতা-সহ পশ্চিমবঙ্গে শীতের আমেজ ফিরতে চলেছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কমবে। তার জেরে মালুম হবে শীতের আমেজ। কতদিন এরকম শীতের আমেজ কেমন থাকবে, তা জেনে নিন -
1/5শুক্রবার কলকাতার তাপমাত্রা কমল ১.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রিতে ঠেকেছে। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম। মহানগরীর সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৭ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কমবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আজ (শুক্রবার) কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির আশপাশে থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রির আশপাশে থাকবে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
3/5দক্ষিণবঙ্গের তাপমাত্রা কেমন থাকবে? হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমে যাবে। পরবর্তী তিনদিনে তাপমাত্রার তেমন হেরফের হবে না। অর্থাৎ আজ রাত এবং শনিবার সকালে দক্ষিণবঙ্গে বেশ ঠান্ডা মালুম হবে। সেই রেশ পরবর্তী তিনদিনও চলবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5উত্তরবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী ২৪ ঘণ্টায় উত্তরবঙ্গের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমে যাবে। পরবর্তী তিনদিনে হিমালয়ের পাদদেশের জেলাগুলিতে রাতের তাপমাত্রার কোনও হেরফের হবে না। (ছবিটি প্রতীকী, রাহুল রাউত/হিন্দুস্তান টাইমস)
5/5এবার কি শীত দীর্ঘস্থায়ী হবে? আবহবিদদের মতে, এটাই সম্ভবত শীতের শেষ ইনিংস হতে চলেছে। এরপর আর শীতের আমেজ তেমন মিলবে না। তাই এবারের মতো শীত উপভোগ করার জন্য এই সপ্তাহান্ত মিলবে। বড়জোর আগামী সপ্তাহের শুরুতে সেরকম আবহাওয়া থাকতে পারে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সঞ্চিত খান্না/হিন্দুস্তান টাইমস)