Wipro Q1 Report: প্রথম ত্রৈমাসিকে উইপ্রোর নিট মুনাফা দাঁড়িয়েছে ২,৫৬৩.৬ কোটি টাকা। এক বছর আগের একই ত্রৈমাসিকে সেটা ৩,২৪২.৬ কোটি টাকা ছিল।
1/5সময়টা খারাপ যাচ্ছে আইটি জায়েন্ট উইপ্রো-র। জুনে শেষ হওয়া প্রথম ত্রৈমাসিকে সংস্থার একত্রিত নিট মুনাফা গত বছরের তুলনায় ২১% কমেছে। ফাইল ছবি: উইপ্রো (PTI)
2/5উক্ত ত্রৈমাসিকে উইপ্রোর নিট মুনাফা দাঁড়িয়েছে ২,৫৬৩.৬ কোটি টাকা। এক বছর আগের একই ত্রৈমাসিকে সেটা ৩,২৪২.৬ কোটি টাকা ছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্য মিন্ট) (PTI)
3/5সামগ্রিক বাজারের পরিস্থিতি ও অন্যান্য কারণে চলতি বছর উইপ্রো-র শেয়ার ৪২.৭২% হ্রাস পেয়েছে। ৩ জানুয়ারি ২০২২-এ উইপ্রোর শেয়ারের দাম ৭১৮.৭০ টাকা করে ছিল। ফাইল ছবি: গুগল ফিন্যান্স (PTI)
4/5যদিও সংস্থার ভবিষ্যত নিয়ে যথেষ্ট আশাবাদী সিইও ও এমডি থিয়েরি ডেলাপোর্ট। তিনি বলেন, 'আমাদের আগামী কাজ, চুক্তির পাইপলাইন সর্বকালের সর্বোচ্চ স্তরে রয়েছে।' আরও ভাল পারফরম্যান্স ও উদ্ভাবনী কাজ করতে উইপ্রো প্রতিশ্রুতিবদ্ধ বলে আত্মবিশ্বাসী তিনি। ফাইল ছবি: পিটিআই (PTI)