Wipro Q3 Result: ৩১ ডিসেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে উ... more
Wipro Q3 Result: ৩১ ডিসেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে উইপ্রোর নেট মুনাফা ২.৮% বেড়ে ৩,০৫৩ কোটি টাকায়($৩৬৫.২৭ মিলিয়ন) দাঁড়িয়েছে। বিশ্লেষকরা এর আগে ২,৯০০ কোটি টাকার মুনাফা হবে বলে আশা করেছিলেন।
1/6 শুক্রবার চলতি অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকের মুনাফা রিপোর্ট প্রকাশ করল Wipro । আর তাতে প্রত্যাশার চেয়েও বেশি পরিসংখ্যান উঠে এসেছে। অপর আইটি জায়ান্ট Infosys-এর মতোই ভাল আর্থিক রিপোর্ট প্রকাশ করেছে সংস্থা। ভাল ভাল চুক্তির পাইপলাইনের কারণে উইপ্রোর বৃদ্ধি আরও সুগম হয়েছে বলে মনে করা হচ্ছে। ফাইল ছবি: টুইটার (Reuters)
2/6৩১ ডিসেম্বর শেষ হওয়া ত্রৈমাসিকে উইপ্রোর নেট মুনাফা ২.৮% বেড়ে ৩,০৫৩ কোটি টাকায়($৩৬৫.২৭ মিলিয়ন) দাঁড়িয়েছে। বিশ্লেষকরা এর আগে ২,৯০০ কোটি টাকার মুনাফা হবে বলে আশা করেছিলেন। Refinitiv IBES ডেটা অনুসারে গড়ে এমনই মত ছিল বাজার বিশেষজ্ঞদের। কিন্তু সেই প্রত্যাশার উর্ধ্বেই পারফর্ম করেছে সংস্থা। ফাইল ছবি: পিক্সাবে (Reuters)
3/6২০২৩ সালের মার্চে শেষ হওয়া অর্থবর্ষে আইটি পরিষেবার ব্যবসা থেকে ১১.৫-১২% আয় বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থা। ফাইল ছবি: পিটিআই (Reuters)
4/6ডিসেম্বর ত্রৈমাসিকে আইটি পরিষেবা থেকে মোট আয় দাঁড়িয়েছে ২.৮০ বিলিয়ন মার্কিন ডলার। উক্ত ত্রৈমাসিকে সংস্থার মোট অর্ডার বুকিং গত এক বছর আগের তুলনায় প্রায় ২৬% বৃদ্ধি পেয়ে ৪.৩ বিলিয়ন ডলারে পৌঁছে গিয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) (Reuters)
5/6গত কয়েকদিনে ভারতের বড় আইটি সংস্থাগুলি তাদের ডিসেম্বর ত্রৈমাসিকের আর্থিক রিপোর্ট প্রকাশ করেছে। এবার সেই তালিকায় যুক্ত হল উইপ্রোও। তাদের সমপর্যায়ের অন্য সংস্থাগুলি কেমন পারফর্ম করেছে? ফাইল ছবি: পিটিআই (Reuters)
6/6 টাটা কনসালটেন্সি সার্ভিসেস(TCS) মুনাফার 'এস্টিমেট' ছুঁতে পারেন। তবে ইনফোসিস এবং HCL টেক পূর্বাভাসকেও টপকে গিয়েছে। সেই তালিকায় যোগ হল উইপ্রোরও। এখনও পর্যন্ত প্রায় সমস্ত কোম্পানিই, দুর্দান্ত অর্ডার পাইপলাইন জমে আছে বলে জানিয়েছে। ফাইল ছবি: পিটিআই (Reuters)