পাকিস্তানে সেনাই সব। বিগত সাড়ে সাত দশক ধরে সেই দেশে কোনও নির্বাচিত প্রধানমন্ত্রী পূর্ণ পাঁচ বছরের মেয়াদ পূরণ করতে পারেনি। অধিকাংশ রাষ্ট্রপ্রধানই দেশ থেকে নির্বাসিত হয়েছেন বা অস্বাভাবিক মৃত্যুর কোলে ঢলে পড়েছেন। এই আবহে ইমরান খানের গ্রেফতারির পর নজিরবিহীন দৃশ্য দেখা গিয়েছে সেদেশে।
1/5যে দেশের সবকিছু কার্যত সেনা চালিয়ে এসেছে এতবছর ধরে, সেই দেশেই সেনার বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন শুরু হয়েছে। গতকাল পাকিস্তানের একাধিক শহরে সেনার উচ্চপদস্থ সেনা কর্তাদের বাসভবনে হামলা চালানো হয়েছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে অনেকের বাড়িতেই। এদিকে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানি সেনার সদর দফতরের ফটক ভেঙে ভিতরে ঢুকে পড়েছিলেন আম জনতা। এই আবহে কী ভাবছে ভারত? (AFP)
2/5প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, পাকিস্তানের অস্থির পরিস্থিতির আবহে সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে ভারত। ভারতের পড়শি রাজ্যে রাজনৈতিক অস্থিরতা নতুন কোনও বিষয় নয়। তবে এর আগে কখনই রাজনৈতিক আন্দোলনের আঁচ সেনার ওপর গিয়ে পড়েনি। এভাবে সরাসরি সেনার বিরুদ্ধে পিটিআই সমর্থকরা তাই রাস্তায় নামায় পরিস্থিতি জটিল হয়ে উঠেছে। (AFP)
3/5এই আবহে ভারতের আশঙ্কা, দেশের অস্থির পরিস্থিতির থেকে নজর ঘোরাতে নিয়ন্ত্রণ রেখায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করতে পারে পাক সেনা। আম জনতার রোষ থেকে বাঁচতে ভারতের ঘাড়ে দোষ চাপিয়ে যুদ্ধ পরিস্থিতি তৈরি করতে পারে পাক বাহিনী। এই আবহে যাতে কোনও ভাবেই সীমান্তে উত্তেজনা না ছড়ায় এবং জঙ্গি কার্যকলাপ রোধ করা যায়, এর জন্য কড়া নজরদারি রেখে চলেছে ভারত। (AFP)
4/5জানা গিয়েছে, গতকাল রাত পর্যন্ত নিয়ন্ত্রণরেখায় সেনা জওয়ানের সংখ্যা কমায়নি বা বাড়ায়নি পাকিস্তান। তবে আজ পরিস্থিতি আরও সাফ হবে বলে জানা হিয়েছে প্রতিরক্ষা মন্ত্রকের তরফে। এদিকে পাকিস্তানে অনেক জায়গাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশের বদলে রেঞ্জার্স নামানো হয়েছে। এদিকে সেনার ওপর হামলার ক্ষেত্রে জওয়ানরা সংযত থেকেছে। বিক্ষোভকারীদের বাধা দেওয়ার চেষ্টা করা হলেও গুলি চালানো হয়নি। তা সত্ত্বেও দেশ জুড়ে সংঘর্ষে প্রাণ হারিয়েছেন তিন যুবক। গুরুতর ভাবে জখম আরও প্রায় ২০ জন। (AFP)
5/5এদিকে ইমরান আপাতত ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর হেফাজতে থাকবেন। দুর্নীতির মামলায় ইমরানকে জেরা করা হবে। এদিকে ইমরান ও পিটিআই দাবি করেছে, যে অভিযোগে ইমরানকে গ্রেফতার করা হয়েছে, তা ভিত্তিহীন। এরই মাঝে আজ পাক রাজধানীতে জনসভার ডাক দিয়েছে পিটিআই নেতৃত্ব। তবে পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের সঙ্গে যাতে কর্মীদের সংঘর্ষ না বাঁধে, তার জন্য আবেদন জানিয়েছেন শীর্ষ নেতৃত্ব। (AFP)