নিজেরা ধূমপান না করলেও ঘনিষ্ঠ মানুষ, একই বাড়িতে বসবাস করা মানুষের ধূমপানের কারণে প্রতি বছর অনেকেরই নানা সমস্যা হয়। পরোক্ষ ধূমপান থেকে কী কী হতে পারে জানেন? এগুলি অনেকেরই জানা নেই।
1/11পরোক্ষ ধূমপানের কারণে শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রেই প্রতি বছর হৃদরোগে প্রায় ৩৪ হাজার মানুষের অকাল মৃত্যু ঘটে। সারা পৃথিবীর পরিসংখ্যান দেখলে, তা রীতিমতো আতঙ্ক তৈরি করতে পারে।
2/11নিজে ধূমপান করেন না, কিন্তু বাড়ির লোক, আশপাশের মানুষের ধূমপানের কারণে ক্ষতি হতে পারে অনেকেরই। কী কী হতে পারে এর ফলে? জেনে নিন, মারাত্মক ৯টি ক্ষতির কথা, যেগুলি পরোক্ষ ধূমপান থেকে হতে পারে।
3/11১। পরোক্ষভাবে ধূমপানের জন্য মারাত্মক পরিমাণে বেড়ে যেতে পারে হৃদরোগের আশঙ্কা। পরিসংখ্যান বলছে, ধূমপানের কারণে ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত বেড়ে যেতে পারে হৃদরোগের আশঙ্কা।
4/11২। পরোক্ষ ধূমপানের কারণে সবচেয়ে বেশি ক্ষতি হয় শিশুদের। দেখা গিয়েছে, যে সব শিশুদের বাবা-মায়ের ধূমপান করে, তারা অন্য শিশুদের তুলনায় নানা ধরনের অসুখে বেশি ভোগে।
5/11৩। ধূমপান করেন এমন সদস্য বাড়িতে থাকলে শিশুদের কানের সমস্যা বাড়ে। কানে নানা ধরনের সংক্রমণ হতে পারে তাদের।
6/11৪। বাড়িতে কেউ ধূমপান করলে শ্বাসকষ্ট বা হাঁপানির টানও বেড়ে যেতে পারে। এমনকী যাঁদের ফুসফুসের সমস্যা নেই, তাঁদের ক্ষেত্রেও এই সমস্যা নতুন করে দেখা দিতে পারে।
7/11৫। পরোক্ষ ধূমপানের কারণে বেড়ে যেতে পারে ফুসফুসের ক্যানসারের আশঙ্কা। প্রায় ২০ থেকে ৩০ শতাংশ ক্যানসারের আশঙ্কা বেড়ে যেতে পারে এর ফলে।
8/11৬। গর্ভবতীদের আশপাশে কেউ ধূমপান করলে তাঁদের গর্ভপাতের আশঙ্কা পর্যন্ত দেখা দিতে পারে। এছাড়াও তাঁদের গর্ভে থাকা সন্তানের মস্তিষ্কের বিকাশও আটকে যেতে পারে পরোক্ষ ধূমপানের কারণে।
9/11৭। পরোক্ষ ধূমপানের কারণে কারও রক্তের ঘনত্ব বেড়ে যেতে পারে। এর ফলে আবার বাড়ে হার্ট অ্যাটাকের আশঙ্কা।
10/11৮। বাড়িতে কেউ ধূমপায়ী থাকলে, তাঁর থেকে পরোক্ষ ধূমপানের কারণে ওই বাড়ির অন্য সদস্যদের ত্বকের এবং স্নায়ুর সমস্যাও দেখা দিতে পারে।
11/11৯। পরোক্ষ ধূমপানের কারণে অকাল বার্ধক্যও দেখা দিতে পারে। যাঁরা ধূমপান করেন, তাঁরা তো বটেই, যাঁরা তাঁর আশপাশে থাকেন, তাঁদের শরীরেও বার্ধক্যের ছাপ পড়ে যেতে পারে অকালেই।