World No Tobacco Day 2022-র লক্ষ্য হল তামাকের পরিবেশগত প্রভাব তুলে ধরা। প্রতি বছর ৩১ মে বিশ্ব তামাক মুক্ত দিবস পালন করা হয়।
1/5প্রতি বছর ৮০ লক্ষেরও বেশি মানুষ তামাক ব্যবহারের কারণে প্রাণ হারান। মঙ্গলবার, ৩১ মে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’-এ এমনটাই জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ। ছবি: দিব্যাংশু সরকার/এএফপি (DIBYANGSHU SARKAR / AFP)
2/5World No Tobacco Day 2022-র থিম হল তামাকের পরিবেশগত প্রভাব তুলে ধরা। তামাকের ফলে শুধু আমাদের শরীরই নয়, ক্ষতি হচ্ছে পরিবেশেরও। কীভাবে? ছবি: দিব্যাংশু সরকার/এএফপি (DIBYANGSHU SARKAR / AFP)
3/5পরিসংখ্যান বলছে, তামাক চাষের জন্য ৬০ কোটিরও বেশি গাছ কাটা হয়েছে। নির্গত হয়েছে ৮.৪০ কোটি টন কার্বন ডাই অক্সাইড। ছবি: দিব্যাংশু সরকার/এএফপি (DIBYANGSHU SARKAR / AFP)
4/5বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বনাঞ্চল ধ্বংস এবং বন্যপ্রাণী সহ জীববৈচিত্র্যের ক্ষতির হচ্ছে তামাক চাষের কারণে। খরচ হচ্ছে বিপুল পরিমাণে জল। তাছাড়া এটি জীবাশ্ম জ্বালানি এবং ধাতব সম্পদের নিঃশেষিত হওয়ারও কারণ। তামাক চাষ মাটির উর্বরতা হ্রাস করছে। ফাইল ছবি: রয়টার্স (DIBYANGSHU SARKAR / AFP)
5/5তাছাড়া সিগারেটের বাট অপচনশীল হওয়ার কারণে পরিবেশ আরও বিপদের সম্মুখীন হয়। WHO-এর ফ্যাক্ট-শিট বলছে, এর থেকে স্থলজ এবং জলজ বাস্তুতন্ত্রের অবক্ষয় হচ্ছে। ফাইল ছবি: পিটিআই (DIBYANGSHU SARKAR / AFP)