World's longest river cruise Ganga Vilas: আজ বারাণসী থেকে ডিব্রুগড় বিলাসবহুল প্রমোদতরীর সূচনা হতে চলেছে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ক্রুজ কলকাতা, ঢাকা ছুঁয়ে যাবে। চলবে ২৭ টি নদীতে। ওই ক্রুজে কী কী সুবিধা আছে, তা দেখে নিন -
1/9আজ বারাণসী থেকে পৃথিবীর দীর্ঘতম নদী ক্রুজ 'গঙ্গা বিলাস'-র উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল ১০ টা ৩০ মিনিট নাগাদ ভার্চুয়ালি সেই বিলাসবহুল প্রমোদতরীকে সবুজ পতাকা দেখাবেন। যা বারাণসী থেকে ডিব্রুগড় পর্যন্ত যাত্রা করবে। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই)
2/9কোন পথে এগিয়ে যাবে নদী ক্রুজ ‘গঙ্গা বিলাস’? আজ বারাণসীর রবিদাস ঘাট থেকে যাত্রা শুরু করবে 'গঙ্গা বিলাস'। আধিকারিকরা জানিয়েছেন, ভারতের পাঁচটি রাজ্য অতিক্রম করবে বিলাসবহুল প্রমোদতরী। ছুঁয়ে যাবে পশ্চিমবঙ্গের কলকাতা এবং বাংলাদেশের ঢাকা। ভারত ও বাংলাদেশ মিলিয়ে মোট ২৭ টি নদীতে চলবে। মোট ৩,২০০ কিলোমিটার পথ অতিক্রম করবে।
3/9কবে কোথায় পৌঁছাবে নদী ক্রুজ 'গঙ্গা বিলাস'? আধিকারিকরা জানিয়েছেন, বক্সার, রামনগর এবং গাজিপুর হয়ে যাত্রা শুরুর অষ্টম দিনে পাটনায় পৌঁছাবে প্রমোদতরী। পাটনা থেকে কলকাতার উদ্দেশে রওনা দেন। ২০ তম দিনে পৌঁছাবে কলকাতায়। সেখান থেকে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশে রওনা দেবে প্রমোদতরী। তারপর গুয়াহাটি এবং শিবসাগর হয়ে ৫১ তম দিনে ডিব্রুগড়ে পৌঁছাবে 'গঙ্গা বিলাস'।
4/9আধিকারিকরা জানিয়েছেন, হেরিটেজ তকমা পাওয়া বিভিন্ন জায়গা-সহ যাত্রাপথে ৫০ টি জায়গায় দাঁড়াবে 'গঙ্গা বিলাস'। যে জায়গাগুলি স্থাপত্যের দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধিকারিকরা বলেছেন, 'যাত্রাকে আরও রোমাঞ্চকর করে তুলতে সুন্দরবন বদ্বীপ এবং কাজিরাঙা জাতীয় উদ্যান-সহ অভয়ারণ্য, জাতীয় উদ্যানের মধ্যে দিয়ে যাবে প্রমোদতরী।' যে প্রমোদতরী বিশ্বের মানুষের কাছেে ভারতকে তুলে ধরবে বলে জানিয়েছেন আধিকারিক।
5/9বিলাসবহুল 'গঙ্গা বিলাস'-এ পাঁচতারা হোটেলের মতো পরিষেবাও মিলবে। মোট ৮০ জন যাত্রী থাকতে পারবেন। তাতে ১৮ টি লাক্সারি স্যুট আছে। উত্তরপ্রদেশের পর্যটন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, স্যুটের ডিজাইনে সকলে মুগ্ধ হবেন। স্যুটে শাওয়ার-সহ বাথরুম, রূপান্তরযোগ্য বিছানা, ফ্রেঞ্চ ব্যালকনি, এলইডি টিভি, স্মোক ডিটেক্টর, লাইভ ভেস্ট, স্প্রিঙ্কলার।
6/9ওই প্রমোদতরীতে বিশাল বড় রেস্তোরাঁ, স্পা এবং সানডেক আছে। উত্তরপ্রদেশের পর্যটন দফতরের আধিকারিকরা জানিয়েছেন, মেন ডেকে ৪০ আসনের রেস্তোরাঁ আছে। সেখান থেকে ইন্ডিয়ান এবং কন্টিনেন্টাল খাবার দেওয়া হবে। রিয়েল টিক স্টিমার চেয়ার এবং কফি টেবিল আছে। যা যাত্রীদের অভাবনীয় অভিজ্ঞতা প্রদান করবে। (ছবি সৌজন্যে পিটিআই)
7/9কত টাকা ভাড়া পড়বে 'গঙ্গা বিলাস'-এ? একাধিক রিপোর্ট অনুযায়ী, ৫১ দিনের যাত্রার জন্য মাথাপিছু ১২.৫ লাখ টাকা ভাড়া পড়বে। উদ্বোধনী যাত্রায় প্রায় সকলেই সুইৎজারল্যান্ডের মানুষ বলে জানানো হয়েছে।
8/9সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, 'গঙ্গা বিলাস'-র উদ্বোধনী যাত্রায় সুইৎজারল্যান্ডের ৩২ জন যাত্রী আছেন। তেমনই এক সুইস যাত্রী 'হিন্দুস্তান টাইমস'-কে বলেছেন, 'প্রাথমিকভাবে আমি বারাণসী পর্যন্ত বিমানে যাওয়ার পরিকল্পনা করেছিলাম। তারপর আমি ক্রুজের বিষয়ে জানতে পারি। ভারত সফরকে স্মরণীয় করে তুলতে চাইছি বলে আমি গঙ্গা বিলাস বেছে নিয়েছি।'
9/9‘গঙ্গা বিলাস’ ক্রুজে জিমও আছে। গঙ্গা-সহ অন্যান্য নদীকে সাক্ষী রেখে জিম করতে পারবেন পর্যটকরা। জিমে একেবারে আধুনিক সুযোগ-সুবিধা আছে বলে জানিয়েছেন প্রশাসনের আধিকারিকরা।