World's most extremely cold cities: পৃথিবীর সবচেয়ে শীতল শহর কোনগুলি জানেন? সেখানকার তাপমাত্রার কথা শুনলে চমকে উঠবেন। হয়তো ঘরে বসেই শীত করবে।
1/7শীত আস্তে আস্তে চলে যাচ্ছে। একটু একটু করে তাপমাত্রা বাড়ছে। কিন্তু পৃথিবীর সব প্রান্তে নিশ্চয়ই তা নয়। তবে কোনও কোনও শহরে শীতের মাত্রাটা একটু বেশিই। সেই সব শহরের তাপমাত্রার কথা জানলেই হয়তো শীত করতে পারে অনেকের। দেখে নিন, এই তালিকায় রয়েছে কোন কোন শহর। (Unsplash)
2/7ইয়াকুৎস্ক, রাশিয়া: ‘শীতের রাজধানী’ নামে পরিচিত এই শহর। শীতে এই শহরের গড় তাপমাত্রা -৪০ ডিগ্রি ফারেনহাইটে নেমে যায়। এই শহর তার তাপমাত্রার জন্য এমনিতেই পরিচিত। এখানে প্রায় ২ লক্ষ মানুষের বাস। হিরের খনি রয়েছে এই শহরে। তাছাড়া তেলের খনিও আছে। (Unsplash)
3/7ভস্তক, আন্টার্কটিকা: পূর্ব আন্টার্কটিকায় এই গবেষণাগারটি রয়েছে। এখানে একবার তাপমাত্রা -১২৮.৬ ডিগ্রি ফারেনহাইটে নেমে গিয়েছিল। এটিই এখনও পর্যন্ত পৃথিবীতে রেকর্ড হওয়া সবচেয়ে কম তাপমাত্রা। এখানে গ্রীষ্মকালে বিজ্ঞানীরা থাকেন। কিন্তু শীতে তাপমাত্রা এতটাই কমে যায়, কারও পক্ষে থাকা সম্ভব হয় না। (Unsplash)
4/7আলের্ট, কানাডা: এই এলাকায় পাকাপাকিভাবে কেউ থাকেন না। এটি উত্তর মেরু থেকে ৮১৭ কিলোমিটার দূরে অবস্থিত। জানুয়ারি মাসেএখানকার গড় তাপমাত্রা -৪০ ডিগ্রি ফারেনহাইটে নেমে যায়। এখানে জনা ৬০ মানুষ থাকেন। তাঁরা সবাই বিজ্ঞানী। গবেষণার কাজে এখানে থাকেন তাঁরা। তাও শুধু গ্রীষ্মে। শীতে এটি বসবাসের অযোগ্য হয়ে যায়। (Unsplash)
5/7উলানবাতার, মঙ্গোলিয়া: মঙ্গোলিয়ার রাজধানী উলানবাতারেও মারাত্মক শীত পড়ে। জানুয়ারি মাসে এর গড় তাপমাত্রা থাকে -১৯ ডিগ্রি ফারেনহাইট। এই শহরে প্রায় ১৩ লক্ষ মানুষের বাস। এটি মঙ্গোলিয়ার সংস্কৃতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। (Unsplash)
6/7হারবিন, চিন: চিনের উত্তর-পূর্ব দিকে অবস্থিত শহর হল হারবিন। এখানেও মারাত্মক শীত পড়ে। শীতে এর গড় তাপমাত্রা থাকে -১৩ ডিগ্রি ফারেনহাইট। এখানে প্রায় ১ কোটি মানুষের বাস। (Unsplash)
7/7ফেয়ারব্যাঙ্কস, আলাস্কা: এটি আমেরিকার আলাস্কার একটি শহর। জানুয়ারি মাসে এই শহরের গড় তাপমাত্রাও পৌঁছে যায় -১৪ ডিগ্রি ফারেনহাইটে। এই শহরে ৩২ হাজারের কাছাকাছি মানুষের বাস। এখানে প্রচুর সোনার খনি রয়েছে। এছাড়াও এখানকার নিসর্গ দৃশ্যও দারুণ। (Unsplash)