6/13দুনিথ ওয়েলালাগে (শ্রীলঙ্কা): অলরাউন্ড পারফরম্যান্স মেলে ধরেছেন। ২৬৪ রান করেছেন। সঙ্গে নিয়েছেন ১৭ টি উইকেট। এবার বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হয়েছেন তিনি। (ছবি সৌজন্যে, টুইটার @cricketworldcup)
7/13রাজ বাওয়া (ভারত): অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের ইতিহাসে ফাইনালে সেরা বোলিং ফিগারের নজির গড়েছেন। ৩১ রানে পাঁচ উইকেট নিয়ে ফাইনালের সেরা নির্বাচিত হয়েছেন। ব্যাট হাতে ২৫২ রান। উগান্ডার বিরুদ্ধে অপরাজিত ১৬২ রান করেছিলেন। এবারের টুর্নামেন্টের সেটাই সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর।
8/13ভিকি ওস্তওয়াল: এবারের বিশ্বকাপে ১২ টি উইকেট নিয়েছেন। ফাইনালে কোনও উইকেট না পেলেও আগের ম্যাচগুলিতে ভালো খেলেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৮ রানে পাঁচ উইকেট নিয়েছিলেন।
9/13রিপন মণ্ডল (বাংলাদেশ): এবারের বিশ্বকাপে ১৪ টি উইকেট নিয়েছেন ডানহাতি পেসার। যুগ্মভাবে টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক তিনি।(ছবি সৌজন্যে, টুইটার @cricketworldcup)
10/13আওয়াস আলি (পাকিস্তান): ছ'ম্যাচে ১৫ উইকেট নিয়েছেন। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। (ছবি সৌজন্যে টুইটার)
11/13জোশুয়া বয়ডেন: ১৫ টি উইকেট নিয়েছেন। ইকোনমি কেট মাত্র ৩.২১। গড় ৯.৮৬। যা সাত বা তার বেশি উইকেট পাওয়া উইকেটের নিরিখে সেরা। (ছবি সৌজন্যে, টুইটার @CountyChamp)
12/13নুর আহমেদ (আফগানিস্তান): বিশ্বকাপের প্রতিটি ম্যাচে উইকেট নিয়েছেন অলরাউন্ডার। মোট ১০ টি উইকেট নিয়েছেন। (ছবি সৌজন্যে, টুইটার @ACBofficials)