বিরাট কোহলি-অনুষ্কা শর্মা, সইফ আলি খান-করিনা কাপুর, অঙ্গদ বেদী-নেহা ধুপিয়াদের মতো একাধিক তারকাদের সংসারের সদস্য বেড়েছে। কেউ নতুনবারের জন্য মাতৃত্বের স্বাদ পেয়েছেন তো কেউ আবার দ্বিতীয় কিংবা তৃতীয়বারের জন্য।
1/7চলতি বছরেই সদস্য সংখ্যা বেড়েছে বিরাট-অনুষ্কার সংসারে। গত ১১ জানুয়ারি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন অনুষ্কা। কন্যা ভামিকার জন্মের ঘোষণা সোশ্যাল মিডিয়ায় সেরেছিলেন ভারতের ক্রিকেট দলের অধিনায়ক। (ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)
2/7চলতি বছরের ২১শে ফেব্রুয়ারি নিজেদের দ্বিতীয় পুত্র সন্তান জাহাঙ্গীর আলি খান-কে পরিবারে স্বাগত জানিয়েছিলেন করিনা কাপুর খান এবং সইফ আলি খান। চলতি বছরের নারী দিবসে নিজের ছোট ছেলের ছবি প্রথম প্রকাশ্যে নিয়ে এসেছিলেন 'বেবো'। (ছবি সৌজন্যে - হিন্দুস্তান টাইমস)
3/7গত নভেম্বরেই দুই থেকে তিন হয়েছে 'স্লামডগ মিলিওনেয়ার' ছবি খ্যাত অভিনেত্রী ফ্রিডা পিন্টো এবং টিনার স্বামী কোরি ট্রান-এর পরিবার। ২১ নভেম্বর একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন ফ্রিডা। সন্তানের নাম তাঁরা রেখেছেন রুমি রে। (ছবি সৌজন্যে - হিন্দুস্তান টাইমস)
4/7৩রা অক্টোবর নিজের দ্বিতীয় সন্তানের জন্ম দিয়েছেন নেহা ধুপিয়া। দ্বিতীয়বার পিতৃত্বের স্বাদ পেয়েই সেই খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছিলেন নেহার স্বামী তথা বলি-অভিনেতা অঙ্গদ বেদী। ২০১৮ সালে নেহা-অঙ্গদ তাঁদের প্রথম সন্তান মেহের বেদী ধুপিয়াকে স্বাগত জানিয়েছিলেন তাঁদের পরিবারে। (ছবি সৌজন্যে - ফেসবুক)
5/7চলতি বছর মডেল ও বলি-অভিনেত্রী লিজ়া হেডন ও তাঁর স্বামী ডিনো লালওয়ানি তাঁদের তৃতীয় সন্তানকে পরিবারে স্বাগত জানিয়েছেন। জুন মাসে নিজের কন্যা সন্তানের ভূমিষ্ঠ হওয়ার কথা সোসিয়াল মিডিয়ায় ঘোষণা করেছিলেন লিজা। ১৫ আগস্ট নিজেদের কন্যা সন্তানের প্রথম ঝলক তাঁর ফলোয়ার্সদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন লিজা।(ছবি সৌজন্যে - ইনস্টাগ্রাম)
6/7চলতি বছর মে মাসে বলি-অভিনেত্রী দিয়া মির্জা এবং তাঁর স্বামী বৈভব রেখি তাঁদের প্রথম সন্তান অভ্যান আজাদ রেখি-কে স্বাগত জানিয়েছেন পরিবারে।অভ্যানের জন্মের ঘোষণার পাশাপাশি এই ছবিটি আপলোড করেছিলেন দিয়া।
7/7চলতি বছরে সোশ্যাল মিডিয়ায় একটি ঘোষণার মাধ্যমে নিজের অনুরাগীদের চমকে দিয়েছিলেন প্রীতি। গত নভেম্বরেই জানিয়েছিলেন যমজ সন্তানের মা-বাবা হয়েছেন তিনি ও তাঁর স্বামী জিন গুডএনাফ। জয় আর জিয়া এসেছে তাঁদের ঘরে। অর্থাৎ একটি ছেলে ও একটি মেয়ের মা হয়েছেন এই দম্পতি। যদিও সারোগেসির মাধ্যমেই সন্তানের জন্ম দেন প্রীতি।(ছবি সৌজন্যে - হিন্দুস্তান টাইমস)