এখনও এখনও অনেকে বিশ্বাসই করতে পারেন না যে পরদায় আর দেখা মিলবে না প্রিয় মানুষগুলোকে।
1/7প্রতিটা বছরই শেষ হয় একরাশ ভালো আর কিছু খারাপ নিয়ে। ২০২১ সালও তার ব্যতিক্রম নয়। দিলীপ কুমারের মতো কিংবদন্তি অভিনেতা যেমন আমাদের ছেড়ে চলে গিয়েছেন, তেমনই অকাল প্রয়াণ হয়েছে সিদ্ধার্থ শুক্লা, রাজ কৌশল, পুনীত কুমারদের। চলুন একবার ফিরে দেখা যাক---
2/7৭ জুলাই মারা যান বর্ষীয়ান অভিনেতা দিলীপ কুমার। দীর্ঘদিন ধরেই তিনি ভুগছিলেন বার্ধক্যজনিত নানা সমস্যায়। পরপর কয়েকবার হাসপাতালে ভর্তি হওয়ার পর সায়রা বানুকে রেখেই চলে যান না ফেরার দেশে।
3/7৩০ জুন সকালে দেশবাসীর ঘুম ভাঙে মন্দিরা বেদির স্বামী রাজ কৌশলের অকাল প্রয়ানে। প্রথমে যেন এই খবর বিশ্বাসই করতে পারেননি সবাই! নিজের হাতে স্বামীর পরলৌকিক কাজ সেরেছিলেন মন্দিরা। দুই সন্তানকে ফেলে মাত্র ৫০ বছর বয়সে প্রয়াত হন এই পরিচালক-প্রযোজক।
4/7ঘনশ্যাম নায়েকের পরিচিতি সকলের কাছে নটু কাকা হিসেবেই। ৩ অক্টোবর ক্যানসারে আক্রান্ত এই অভিনেতা প্রয়াত হন।
5/7গত ২৯ অক্টোবর হার্ট অ্যাটাকে মারা যান পুনীত রাজকুমার। মৃত্যুর সময় বয়স ছিল মাত্র ৪৬।
6/7বিগ বস-র বিজেতা, শেহনাজের প্রেমিক, বালিকা বধূ-র সেই চার্মিং বয়-- সিদ্ধার্থ শুক্লার পরিচয় দিতে গেল অল্প কথায় শেষ হবে না। গত ২ সেপ্টেম্বর মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত হন সিদ্ধার্থ শুক্লা। ঘুমের মধ্যেই হার্ট অ্যাটাক হয় তাঁর।
7/7১৬ জুলাই ৭৬ বছর বয়সে না ফেরার দেশে চলে যান সুরেখা সিক্রি।