Bengali TV's Most Popular Jodi: সিদ্ধার্থ-মিঠাইয়ের জনপ্রিয়তায় থাবা বসাল একাধিক জুটি। ‘সিদাই’ ম্যাজিক এ বছরে অনেকটাই ফিকে। তবু মনে রেখো…
1/6নতুনকে জায়গা ছেড়ে দিতে হয়, এটাই নিয়ম। এক বছর আগে বাংলা টেলিভিশনের পর্দায় এক নম্বর জুটি হিসাবে থেকেছে সিদ্ধার্থ আর মিঠাই। কিন্তু সময়ের সঙ্গে পরিস্থিতি বেশ খানিকটা পাল্টেছে। ‘সিদাই’-এর জনপ্রিয়তায় ভাগ বসিয়েছে নতুন জুটিরা। (ছবি-ইনস্টাগ্রাম)
2/6গল্পের নতুন মোড় এসেছে, কাহিনিতে লিপও দেখা দিয়েছে- মিঠাই এখন মিঠি! পুরোনো রসায়ন কিছুটা হলেও স্লান। স্লট হারিয়েছে মিঠাই। সিরিয়াল বন্ধের কানাঘুষোও শোনা যাচ্ছে কিন্তু একথা অস্বীকার করার জো নেই সিদ্ধার্থ আর মিঠাইয়ের ফ্যানবেস ফাটাফাটি। সৌমিতৃষা-আদৃতের অফ ক্যামেরা মনোমালিন্যের খবর বছরভর ঘুরেফিরে এসেছে। সেইসব উপেক্ষা করেও হিট এই পুরোনো জুটি। (ছবি-ইনস্টাগ্রাম)
3/6সদ্যই এক বছর পূর্ণ করল ‘গাঁটছড়া’। বছরের শেষদিকে বেশ খানিকটা ফিকে ‘খড়িদ্ধি’ ম্যাজিক। তবে শুরুর কয়েকটা মাস রমরমিয়ে চলেছে গৌরব-শোলাঙ্কির রসায়ন। তাই বছর শেষে হিসাব কষতে বসলে জনপ্রিয় জুটির তালিকায় শুরুর দিকেই থাকবে এই জুটির নাম। (ছবি-ইনস্টাগ্রাম)
4/6চলতি সপ্তাহেও টিআরপি টপার ‘জগদ্ধাত্রী’। এই নিয়ে একটানা ছয়বার সেরা জগদ্ধাত্রী-স্বয়ম্ভূরা। একথা অস্বীকার করলে চলবে না বর্তমানে বাংলা টেলিভিশনের সবচেয়ে আলোচিত জুটি এই দুজন। জি বাংলায় মাস কয়েক আগেই শুরু হয়েছে এই মেগা। অল্প কয়েকদিনেই দর্শক মনে পাকা জায়গা করে নিয়েছে এই দু-জন। (ছবি-ইনস্টাগ্রাম)
5/6বারবার ট্রোলের মুখে পড়েছে ‘গৌরী এলো’। তবে একথা মানতেই হবে ঈশান আর গৌরীর রসায়নই শত ট্রোলিং-এর মাঝেও এই ধারাবাহিকের জনপ্রিয়তায় ভাটা আনেনি। বিশ্বরূপ ওরফে ইশানের চেয়ে বয়সে ১৮ বছরের ছোট গৌরী (মোহনা মাইতি), কিন্তু পর্দায় সেই ফারাক নজরে আসে না, সেটাই তো এই জুটির সাফল্য। (ছবি-ইনস্টাগ্রাম)
6/6টিআরপি তালিকায় সেভাবে সারা ফেলতে পারেনি ‘পিলু’। তাই তো বছর ঘোরার আগেই শেষ হয়েছে এই মেগা। কিন্তু এই সিরিয়ালের একটা জুটির কথা না বললেই নয়- রঞ্জা আর মল্লার। বাংলা টেলিভিশনের ক্ষেত্রে এমনটা কমই দেখা যায়, যখন মুখ্য জুটিকে ছাপিয়ে যায় পার্শ্ব জুটি। পিলু-আহিরের গল্পে রঞ্জা-মল্লার যে প্রশংসা কুড়িয়েছে তা সত্যি বিরল। (ছবি-ইনস্টাগ্রাম)