পাক্কা ৩০ দিনের ব্যবধান। দুবাইয়ে আবারও উঠল ‘হলুদ ঝড়’। আইপিএল ফাইনালে চেন্নাই সুপার কিংসের জয়ের পর রবিবার সেই দুবাইয়ের মাটিতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া।
1/6ধোনির চেন্নাই, ফিঞ্চের অস্ট্রেলিয়া - এক মাসে ব্যবধানে আবারও ‘হলুদ ঝড়’ দুবাইয়ে। (ছবি সৌজন্য আইপিএল এবং এএনআই)
2/6গত ১৫ অক্টোবর দুবাইয়ে কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) হারিয়ে আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল চেন্নাই সুপার কিংস (সিএসকে)। (ছবি সৌজন্য আইপিএল)
3/6আইপিএল ফাইনালে প্রথমে ব্যাট করে তিন উইকেটে ১৯২ রান তুলেছিলেন মহেন্দ্র সিং ধোনিরা। জবাবে ন'উইকেটে ১৬৫ রানের বেশি তুলতে পারেননি নাইটরা। তার ফলে চতুর্থ আইপিএল ট্রফি জেতে হলুদ বাহিনী। (ছবি সৌজন্য আইপিএল)
4/6ঠিক এক মাস পরে দুবাইয়ে আবারও ‘হলুদ ঝড়’ উঠল। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। (ছবি সৌজন্য পিটিআই)
5/6রবিবার টসে হেরে প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ড। ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৭২ রান করেন কেন উইলিয়ামসনরা। সাত বল বাকি থাকতেই সেই রান তাড়া করে ফেলেন অজিরা। (ছবি সৌজন্য এএনআই)
6/6পাঁচবার ৫০ ওভারের বিশ্বকাপ জিতলেও এই প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতল অস্ট্রেলিয়া। (ছবি সৌজন্য পিটিআই)