আজ অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হচ্ছে এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ৭৫ জন কেন্দ্রীয় মন্ত্রী ৭৫টি বিখ্যাত স্থানে যোগাসন করেছেন।
1/8সারা বিশ্বে পালিত হচ্ছে আন্তর্জাতিক যোগ দিবস। আজ, অষ্টম যোগ দিবস উপলক্ষে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের মহীশূর প্যালেস মাঠে যোগব্যায়াম করেছেন। এ সময় তাঁর সঙ্গে যোগব্যায়াম করেন ১৫ হাজার মানুষ। (PTI)
2/8প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মঙ্গলবার অষ্টম আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারত সহ সারা বিশ্বের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন। মোদী বলেছিলেন যে যোগ ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির একটি বিস্ময়কর ঐতিহ্য। এটি কেবল মানুষের জীবনের একটি অংশ নয় বরং জীবনযাত্রার একটি উপায়ও হয়ে উঠছে। (PTI)
3/8যোগ দিবস উপলক্ষ্যে বক্তৃতায় মোদী বলেছিলেন যে যোগব্যায়াম শুধুমাত্র বিশ্ব স্বাস্থ্যের দিকনির্দেশনা দেয়নি বরং সমগ্র মানবতার জন্য একটি বৈশ্বিক উৎসবে পরিণত হয়েছে। মোদী বলেছিলেন যে যোগের এই উত্সাহ এখন করোনা সংকটের পরে একটি বিশ্বব্যাপী ইভেন্টে পরিণত হয়েছে। (PTI)
4/8এবারের আন্তর্জাতিক যোগ দিবস মানবতার জন্য যোগের ধারণা নিয়ে। কেন্দ্রীয় সরকার স্বাধীনতা দিবস অমৃত মহোৎসবের অধীনে দেশের ৭৫টি ঐতিহাসিক স্থানে আন্তর্জাতিক যোগ দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে। (PTI)
5/8৭৫ জন কেন্দ্রীয় মন্ত্রী সারা দেশের ৭৫টি বিখ্যাত জায়গায় আয়োজিত অনুষ্ঠানে অংশ নিয়েছেন। যন্তর মন্তরে যোগ দিবস পালন করলেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন। (PTI)
6/8সারাদেশের বিভিন্ন স্থানে যোগ দিবসের উৎসাহ দেখা গেছে। লখনউতে পাবলিক প্লেসে যোগ দিবস উদযাপন করছে নাগরিকরা। (PTI)
7/8দিল্লির লাল কেল্লায় যোগ দিবস উদযাপন করলেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আচার্য বালকৃষ্ণও। (PTI)
8/8উত্তরপ্রদেশের উপ-মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য এবং বিজেপি নেতা সাধ্বী নিরঞ্জন জ্যোতি লখনউতে যোগ দিবস উদযাপন করেছেন। (PTI)