ভাগ্য ফেরাতে পারবেন আপনি পার্সে শুধু এই জিনিসগুলি রেখে। ট্রাই করে দেখতে পারেন।
1/6বাড়ির বাইরে বের হওয়ার সময় যে ব্যাগে আপনি টাকা বা দরকারি কাগজ রাখেন, তাতে রাখুন রান্নাঘরের কিছু সাধারণ মশলা। উপকার পাবেন হাতেনাতে। সৌভাগ্য-সাফল্য-উন্নতি এসে কড়া নাড়বেই আপনার দরজায়।
2/6একটা তেজপাতা রাখুন পার্সে। লাল কালির পেন দিয়ে লিখে রাখুন ‘৩১৮৬১২৫১৮৭১৪’ সংখ্যাটা। এটি আপনাকে দ্রুত উন্নতি করতে সাহায্য করবে।
3/6গুণে গুণে রাখুন ঠিক ৯টা লবঙ্গ। এটি আপনার আত্মবিশ্বাস বাড়াবে ও আপনার নামে হওয়া গুজব বন্ধ রাখতে সাহায্য করবে।
4/6দুটো এলাচ রাখুন। এতে আপনার কাছে আরও অর্থ আসবে।
5/6দারচিনি রাখুন পার্সে একটা। এটা আপনার সামনে নতুন নতুন সুযোগ খুলে দেবে।
6/6সমস্ত ধরনের নেতিবাচক প্রভাব থেকে নিজেকে দূরে রাখতে ৯টি লবঙ্গ রাখুন আপনার ব্যাগে।