1/6সামনেই সরস্বতী পুজো। আর এই দিনটায় যেন শাড়ি ছাড়া আর কিছুই মানায় না। সেজেগুজে বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া হোক, বা কারও বাড়িতে বসে আড্ডা, শাড়িটা মাস্ট। সম্প্রতি অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী বেশ কিছু ফোটোশ্যুট করেছেন শাড়িতে। যেগুলো সরস্বতী পুজো লুকের জন্য এক্কেবারে পারফেক্ট। দেখুন তো এরমধ্যে কোনটা আপনাকে মানাবে?
2/6সরস্বতী পুজো মানেই যেন হলুদ শাড়ি। তাই তনুশ্রীর মতো এরকম শাড়ি যদি আপনার বাড়িতে থাকে সেটাকে বেছে নিতে পারেন সহজেই। এরকম ডিজাইনার ব্লাউজ না থাকলেও হবে, সাদা হাকোবা ব্লাউজ কিনে নিন। গলায় পরে নিন পার্লের চোকার। লুক কমপ্লিট করুন স্মোকি আই আর ন্যুড লিপস্টিক দিয়ে।
3/6সাদা ব্লাউজের সাথে পরতে পারেন লাল প্রিন্টেড হ্যান্ডলুমও। সাথে কিছু জাঙ্ক জুয়েলারি। সারাদিন ঘুরলেও খুব একটা কষ্ট হবে না এই শাড়িতে।
4/6একটু ইন্দো-ওয়েস্টার্ন লুক চাইলে এরকম লম্বা ঝুলের ব্লাউজ দিয়ে হ্যান্ডলুম, আজরাখ, কটকি শাড়ি পরতে পারেন। আঁচল প্লিট করে পরলেও মন্দ লাগবে না। এমনকী, কোমরে বেল্টও ট্রাই করতে পারেন এই ধরনের লুকের সাথে।
5/6সাজে একটু আভিজাত্য আনতে চাইলে এরকম লাল-সাদা সিল্ক পরতে পারেন। সাথে লাল ব্লাউজ। মাথায় একটা মেসি বান করে নিন। সঙ্গে ইমিটিশন জুয়েলারি। এই সাজে সবার থেকে আলাদা লাগবে আপনাকে।
6/6সরস্বতী পুজোয় বিকেলে কোনও গেদটুগেদার থাকলে বন্ধুদের সঙ্গে এই লুকটা ট্রাই করতে পারেন। শিফন বা সিল্কের শাড়ির সাথে মাল্টিকালারের ব্লাউজ আর গলায় চোকার নেকলেস। হতে চুরি।