ইউভানের ক্রিসমাসের সাজ দেখার মতো। একরত্তির ছবি দেখে মন ভরল নেটপাড়ার।
1/5টলিপাড়ার সেলেব তালিকায় পয়লা নম্বরে আসে ইউভান। আর তাই বড়দিনে এখ খুদে রাজপুত্রের সাজ কেমন হবে, তা দেখার জন্য মুখিয়ে ছিল সকলে। ছেলের ছবি শেয়ার করে নিলেন রাজ-শুভশ্রী দু'জনেই। (ছবি সৌজন্যে-ইনস্টাগ্রাম)
2/5লাল রঙের ‘রম্পার’ পরেছে ইউভান। মাথায় সান্তা টুপি। পাশেই রাখা আছে উপহার। একগাল হাসিতে ছবির জন্য পোজ দিয়েছে সে! (ছবি সৌজন্যে-ইনস্টাগ্রাম)
3/5সাজানো হয়েছিল ক্রসমাস ট্রি-ও। ছেলের সঙ্গে রং মিলান্তি করে লাল রঙের পোশাকে দেখা মিলল শুভশ্রীরও। একটা ছবিতে ছেলেক জাপটে ধরে রেখেছেন তিনি। (ছবি সৌজন্যে-ইনস্টাগ্রাম)
4/5আগের বড়দিনে ইউভানের বয়স ছিল মাত্র ৩ মাস। তবে সেবারও মা-বাবার সাথে ক্রিসমাস পালন করেছিল। ক্রিসমাস ট্রি, স্টার, রিবন,আলোর রোশাইনতে সেজে উঠেছিল রাজ-শুভশ্রীর অন্দরমহল। (ছবি সৌজন্যে-ইনস্টাগ্রাম)
5/5ইউভান দেখতে দেখতে বড় হয়ে গেল তাই না? (ছবি সৌজন্যে-ইনস্টাগ্রাম)