বাংলা নিউজ >
ছবিঘর >
লিগের ম্যাচের পরে বেগুনি টুপির রেসে এগিয়ে চাহাল, ল়ড়াইয়ে আছেন আরো দুই
লিগের ম্যাচের পরে বেগুনি টুপির রেসে এগিয়ে চাহাল, ল়ড়াইয়ে আছেন আরো দুই
Updated: 23 May 2022, 12:32 PM IST
লেখক Sanjib Halder
২০২২ আইপিএল-এর লিগের খেলা শেষ। ৭০ ম্যাচের পরে এখনও বেগুনি টুপির দৌড়ে এখনও এগিয়ে রয়েছেন যুজবেন্দ্র চাহাল। তবে বাকি ছয়টি দল ছিটকে যাওয়ার পরে চাহালকে এখন চ্যালেঞ্জ জানাচ্ছেন দুই তারকা, হাসারাঙ্গা ও রশিদ খান।
1/6বেগুনি টুপির দৌড়ে সকলকে পিছনে ফেলে প্রথম থেকেই এক ন্মবর স্থানটা ধরে রেখেছিলেন যুজবেন্দ্র চাহাল। গ্রুপ লিরে খেলার শেষে ১৪ ম্যাচে ২৬ উইকেট শিকার করে সকলকে পিছনে ফেলে চাহাল। (ছবি-পিটিআই) (PTI)
2/6মুম্বই ইন্ডিয়ান্সের কাছে দিল্লি ক্যাপিটলস হারতেই বেগুনি টুপির রেসটা জমে উঠেছে। ফের নিজের যুজবেন্দ্র চাহালকে চ্যালেঞ্জ দিতে ময়দানে নেমে গিয়িছে শ্রীলঙ্কার তরুণ তারকা হাসারাঙ্গা। ১৪ ম্যাচে ২৪ উইকেট শিকার করে তালিকার দুই নম্বরে রয়েছেন তিনি। (ছবি-পিটিআই) (PTI)
3/6দ ছিটকে যাওয়ায় ইতিমধ্যেই বেগুনি টুপির দৌড় থেকে ছিটকে গিয়েছেন কাগিসো রাবাদা। তবে তার পারফরমেন্স সকলেই মনে রাখবেন। ১৩ ম্যাচ খেলে ২৩ উইকেট নিয়ে তিনি এখনও তালিকার তিন নম্বরে রয়েছেন। (ছবি-এএনআই) (PTI)
4/6নিজের গতিতে সকলকে চমকে দিয়ে, প্রতিপক্ষ ব্যাটরদের বুকে ভয় ধরিয়ে দিয়ে, ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন তরুণ পেসার উমরান মালিক। তার দল গ্রুপ লিগ থেকে ছিটকে গেলেও তার পারফরমেন্স সকলকে মুগ্ধ করেছে। ১৪ ম্যাচে ২২ উইকেট নিয়ে বেগুনি টুপির দৌড়ে এখনও চার নম্বরে রয়েছেন উমরান মালিক। বেগুনি টুপির দৌড়ে থেমে গেলেও এখন ভারতীয় জার্সিতে নতুন লড়াই শরুর প্রহর গুনছেন উমরান মালিক। (ছবি-এএনআই) (PTI)
5/6১৪ ম্যাচে ২১ উইকেট নিয়ে বেগুনি টুপির দৌড়ে পাঁচ নম্বরে রয়েছেন কুদীপ যাদব। নিজের পারফরমেন্সের খমতায় আবারও ভারতীয় দলে জায়গা করে নিয়েছেন তিনি। (ছবি-পিটিআই) (PTI)
6/6১৪ ম্যাচে ১৮ উইকেট শিকার করে বেগুনি টুপির দৌড়ে চলে এসেছেন গুরাট টাইটানসের রশিদ খান। হাসারাঙ্গা ও চাহালকে বেগুনি টুপির রেসে একমাত্র তিনিই এখন চ্যালেঞ্জ জানাতে পারেন। এখন দেখার শেষ পর্যন্ত কে এই বাজি জিততে পারে।( ছবি-পিটিআই) (PTI)