1/7জি বাংলার জনপ্রিয় শো-র মধ্যে পয়লা নম্বরে থাকে ‘দিদি নম্বর ১’। বাংলার নানা প্রান্ত থেকে দিদিরা আসেন এখানে। খেলা-গল্প-মজায় মাতিয়ে রাখেন দর্শকদের রচনা বন্দ্যোপাধ্যায়। রচনা সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, দিদি নম্বর ১ তাঁর কাছে নতুন প্রেরণা নিয়ে আসে। কারণ তিনি চারপাশে বিভিন্ন বয়সী দিদিদের জীবন সংগ্রামের গল্প শুনে উদ্বুদ্ধ হন। জীবনের মানে খুজে নিতে পারেন নতুন ভাবে। তাঁর মনে হয়, ‘সবাই পারলে আমি কেন পারব না।’
2/7সোমবার ১৪ তারিখ ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে সম্প্রচার হবে সিজনের প্রথম এপিসোড। যাতে থাকছেন টলিপাড়ার কিছু ঝকঝকে মুখ। মা-বাবাদের নিয়ে দিদির সাথে খেলতে আসছেন অন্বেষা হাজরা, দিতিপ্রিয়া রায়, উষসী রায় ও সন্দীপ্তা সেন।
3/7মায়ের সাথে দিতিপ্রিয়া। সেটের তারিফ শোনা গেল ‘রানি মা’-র মুখে।
4/7‘এই পথ যদি না শেষ হয়’র ঊর্মি অর্থাৎ অন্বেষা জানালেন দিদি নম্বর ১ তাঁর প্রিয়। রচনার মজার মজার প্রশ্ন আর নানা ধরনের খেলা খুব ভালো লাগে তাঁর। বাবার সাথে সেটে এসেছিলেন তিনি।
5/7মার সঙ্গে দিদি নম্বর ওয়ানের নতুন সিজনে দেখা মিলল সন্দীপ্তা সেনের। তাঁর মতেও দিদি নম্বর ১-এ সকলের গল্প অনুপ্রেরণা যোগায় তাঁকে। সঙ্গে তাঁর আর্জি দর্শকদের কাছে যেন কেউ মিস না করেন একটা এপিসোডই।
6/7উষসীও দিদি নম্বর ওয়ানের মঞ্চে হাজির তাঁর বাবার সঙ্গে। নতুন শো নিয়ে বেশ এক্সাইটেড নায়িকাও।
7/7সোম থেকে শনি বিকেল পাঁচটায় আর রবিবার রাত সাড়ে আটটায় জি বাংলায় দেখা যাবে ‘দিদি নম্বর ১’-র নবম সিজন।