বাংলা নিউজ >
ছবিঘর > Zimbabwe Head Coach: টিম ইন্ডিয়া তাদের দেশে সফর করার আগেই নতুন কোচ হিসেবে প্রোটিয়া তারকাকে নিয়োগ করল জিম্বাবোয়ে
Zimbabwe Head Coach: টিম ইন্ডিয়া তাদের দেশে সফর করার আগেই নতুন কোচ হিসেবে প্রোটিয়া তারকাকে নিয়োগ করল জিম্বাবোয়ে Updated: 20 Jun 2024, 05:59 PM IST Tania Roy Zimbabwe Cricket: ভারত তাদের দেশে সফর করার আগেই জিম্বাবোয়ের সিনিয়র পুরুষ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে প্রোটিয়া তারকাকে নিযুক্ত করা হল। ৬-১৪ জুলাই হারারেতে অনুষ্ঠিত হতে চলা ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ থেকেই কোচ হিসেবে তিনি জিম্বাবোয়ের দায়িত্ব নেবেন। 1/5 ভারতীয় দল তাদের দেশে সফর করার আগেই, দক্ষিণ আফ্রিকার জাস্টিন স্যামন্সকে জিম্বাবোয়ের সিনিয়র পুরুষ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হল। ৬-১৪ জুলাই হারারেতে অনুষ্ঠিত হতে চলা ভারতের বিরুদ্ধে টি-টোয়েন্টি আন্তর্জাতিক সিরিজ থেকেই কোচ হিসেবে তিনি জিম্বাবোয়ের দায়িত্ব নেবেন। 2/5 জিম্বাবোয়ে ক্রিকেটের চেয়ারম্যান তাভেংওয়া মুকুহলানি জানিয়েছেন, স্যামন্সের নিয়োগের বিষয়টি। তিনি বলেছেন, ‘আমরা জিম্বাবোয়ের সিনিয়র পুরুষদের জাতীয় দলের প্রধান কোচ হিসেবে জাস্টিনকে নিশ্চিত করতে পেরে খুশি। তাঁর প্রচুর কোচিং অভিজ্ঞতা রয়েছে। এবং দক্ষিণ আফ্রিকার সেরা কিছু তরুণ প্রতিভাকে সনাক্ত করে, তাদের তৈরি করা এবং তাদের বিকাশের সাহায্য করেছেন। সেই অভিজ্ঞতা আমাদের কাজে লাগবে। তাঁর কঠোর পরিশ্রম এবং আবেগী দৃষ্টিভঙ্গির পাশাপাশি মাঠে এবং মাঠের বাইরের মূল্যবোধই আমাদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পাথেয় হবে।’ 3/5 দক্ষিণ আফ্রিকার উচ্চ-পারফরম্যান্স ইউনিট এবং বেশ কয়েকটি ঘরোয়া ফ্র্যাঞ্চাইজির সঙ্গে স্যামন্স কাজ করেছেন। তিনি ২০২১ সাল থেকে দুই বছরের জন্য দক্ষিণ আফ্রিকার জাতীয় পুরুষ দলের ব্যাটিং পরামর্শদাতা হিসেবেও কাজ করেছেন। 4/5 নিজের নতুন ভূমিকা সম্পর্কে বলতে গিয়ে, স্যামন্স দাবি করেছেন, ‘আমি সামনের দিনগুলির জন্য অপেক্ষা করছি এবং প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে তৈরি দলের সঙ্গে কাজ শুরু করতে পারার সুযোগ পেয়ে আমি উদ্বেলিত।’ 5/5 ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য জিম্বাবোয়ে যোগ্যতা অর্জন করতে না পারার পর, ডেভ হাউটন কোচের পদ থেকে গত বছর সরে দাঁড়ান। তার পর থেকে ওয়াল্টার চাওয়াগুতা এবং স্টুয়ার্ট মাতসিকেনেরি অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে কাজ করেছেন। তবে ভারতীয় দল জিম্বাবোয়ে সফরে যাওয়ার আগে নতুন কোচ তারা নিয়োগ করল।