সঙ্গীর মন বুঝে সমস্ত আবেগ ঢেলে দিয়ে চুম্বন করা সহজ... more
সঙ্গীর মন বুঝে সমস্ত আবেগ ঢেলে দিয়ে চুম্বন করা সহজ কথা নয়! প্রেমের চুম্বনে হারিয়ে যেতে সবাই পারেন না। তবে জ্যোতিষমতে এমন বেশ কয়েকটি রাশির জাতক জাতিকা রয়েছেন, যাঁরা চুম্বনের আবেশে সঙ্গীকে মাতিয়ে রাখতে পারেন। দেখে নেওয়া যাক সেই সমস্ত রাশির তালিকা।
1/11জ্যোতিষশাস্ত্র মতে এক একটি রাশির এক এক ধরনের বৈশিষ্ট থাকে। আর সেই বৈশিষ্টের উপর নির্ভর করে বিশেষ রাশির জাতকদের বিশেষ বিশেষ গুণ অনুযায়ী চেনা যায়। আন্তর্জাতিক চুম্বন দিবসে জেনে নেওয়া যাক, কোন কোন রাশির জাতক জাতিকারা সেরা চুম্বনের আবেশে রাখতে পারেন সঙ্গীকে।
2/11সঙ্গীর মন বুঝে সমস্ত আবেগ ঢেলে দিয়ে চুম্বন করা সহজ কথা নয়! প্রেমের চুম্বনে হারিয়ে যেতে সবাই পারেন না। তবে জ্যোতিষমতে এমন বেশ কয়েকটি রাশির জাতক জাতিকা রয়েছেন, যাঁরা চুম্বনের আবেশে সঙ্গীকে মাতিয়ে রাখতে পারেন। দেখে নেওয়া যাক সেই সমস্ত রাশির তালিকা।
3/11মীন- প্রেমে রোম্যান্স কাকে বলে শিখিয়ে দিতে পারেন মীন রাশির জাতক জাতিকারা! প্রেমে মাখোমাখো আবেগ ধরে রাখতে চুম্বন করার ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকারা ভরিয়ে দিতে পারেন।
4/11কীভাবে চুম্বনে মেতে থাকে মীন রাশি-মীন রাশির জাতক জাতিকাদের দেখে সেভাবে তাঁদের আবেগ বোঝার উপায় নেই! তবে এঁদের চুম্বনের মধ্যে যতটা আবেগ থাকে, ততটাই থাকে রোম্যান্স।
5/11সিংহ- সঙ্গীকে রোম্যান্টিক মুহূর্তে আরও কাছে পেতে কীভাবে চুম্বনের আবেশে ভরিয়ে দেওয়া যায় তা জানেন সিংহ রাশির জাতক জাতিকারা। নিজের প্রেমর প্রতিটি পরতকে অন্যের থেকে আলাদা করে রাখতে চান সিংহ রাশির জাতক জাতিকারা।
6/11ধনু-ধনু রাশির জাতক জাতিকারা ভীষণভাবে অ্যাডভেঞ্চার প্রিয়। ফলে সেই জায়গা থেকে স্বাধীনসত্ত্বাকে ধরে রেখে ধনু রাশির জাতক জাতিকারা আলাদা করে চুম্বনে ঘনিষ্ঠ হতে ভালবাসেন।
7/11কীভাবে চুম্বনে মেতে থাকে ধনু রাশি- আচমকাই প্রেমের আবেশে মেতে থেকে চুম্বনের গভীরতা উপলব্ধি করতে ভালবাসেন ধনু রাশির জাতক জাতিকারা। ফলে সঙ্গীকে সারপ্রাইজ কিসে মাতিয়ে রাখেন তাঁরা।
8/11বৃশ্চিক- বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রেমের ক্ষেত্রে ব্যাপক গভীরতায় নিজেকে বাঁধতে ভালবাসেন। ফলে যাবতীয় কামনা বাসনাকে মাখিয়ে তবেই এঁরা প্রেমের আবেগকে চুম্বনে রূপান্তরিত করে।
9/11কীভাবে চুম্বনে মেতে থাকে বৃশ্চিক রাশি- প্রেমের গভীরতাকে যদি একদন বৃশ্চিক রাশির জাতক জাতিকা বুঝে নিতে পারেন, তাহলে চুম্বনে মেতে থাকতে তাঁরা পছন্দ করেন। ধরা বাঁধাহীন এক ফুরফুরে মেজাজে চুম্বন করতে ভালবাসেন এঁরা।
10/11কর্কট-খুবই ভদ্র স্বভাবের ব্যক্তি হন কর্কট রাশির জাতকরা। তবে প্রেমের ক্ষেত্রে আবেগ ধরে রাখতে এঁরা জানেন। কারোর প্রেমের পড়লে এঁরা প্রেমে কার্যত বুঁদ হয়ে থাকেন।
11/11কীভাবে চুম্বনে মেতে থাকে কর্কট রাশি-কর্কট রাশির জাতক জাতিকারা চুম্বনের আবেগে ভেসে যেতে ভালবাসেন। তাঁরা চান যাতে চুম্বনের গভীরতা আরও বাড়ে। সেই অনুযায়ী তাঁরা প্রেমে ভেসে যেতে থাকেন। প্রতীকী ছবি।