জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কোন রাশির স্বভাব, চরিত্র, বৈশিষ্ট্য কেমন হবে, তা নির্ভর করে গ্রহ-নক্ষত্রের অবস্থানের নির্ভর। সেরকমভাবেই কয়েকটি রাশির জাতকরা খুব তাড়াতাড়ি ব্রেকআপ করে নেন। সেই তালিকায় কোন কোন রাশির জাতকরা আছেন, তা দেখে নিন -
1/4খুব দ্রুত ব্রেকআপ করতে পারেন এই রাশির জাতকরা, মোহভঙ্গ হলে ভ্রূক্ষেপ করেন না কারও। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
2/4মেষ রাশি- মেষ রাশির জাতকরা খুব রেগে যান। অল্পেই তাঁদের মাথা গরম হয়ে যায়। মাঝেমধ্যেই তাঁরা অন্যমনস্ক হয়ে পড়েন। যা প্রেমজীবনে প্রভাব ফেলে। বিচ্ছেদের সম্ভাবনা বেড়ে যায়। ব্রেকআপও হয়ে যায় কারও কারও। যদি অনেকে আবার সতর্ক হন। সম্পর্কের অবনতি হতে দেখলে দ্রুত পরিস্থিতি ঠিক করার চেষ্টা করেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/4তুলা রাশি- তুলা রাশির জাতকরা অত্যন্ত আবেগপ্রবণ হয়ে থাকেন। আবেগের বশে অনেক সিদ্ধান্ত নেন। প্রেমজীবনের ক্ষেত্রেও সেই প্রবণতা থাকে। তার ফলে কোনও কথায় কষ্ট পেলে তাঁরা সম্পর্ক থেকে বেরিয়ে আসেন। ব্রেকআপ করেন।
4/4বৃশ্চিক রাশি- এমনিতে প্রেমের সম্পর্কে কোনওরকম খামতি রাখেন না বৃশ্চিক রাশির জাতকরা। জীবনসঙ্গীকে খুবই ভালোবাসেন। কিন্তু প্রেমিক বা প্রেমিকা দূরে সরে যাচ্ছেন বুঝে পারলে নিজেই ব্রেকআপ করে দেন বৃশ্চিক রাশির জাতকরা।