গ্রহের অবস্থানের নিরিখে জুন মাস অত্যন্ত ভালো কাটবে। ১৫ জুন থেকে ৩০ জুনের মধ্যে সূর্য, শুক্র এবং মঙ্গল রাশি পরিবর্তন করবেন। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, সেই তিন গ্রহের গোচরের ফলে ১২ টি রাশির জাতকদের উপরই প্রভাব পড়ে। তবে কয়েকটি রাশির জাতকরা বিশেষভাবে লাভবান হবেন। সেই তালিকায় কারা আছেন, তা দেখে নিন -
1/4মেষ রাশি- মেষ রাশির জাতকদের পারিবারিক জীবন সুখকর হবে। চাকরিতে উন্নতির যোগ তৈরি হবে। কার্যশৈলীর উন্নতি হবে। নয়া চাকরির প্রস্তাব পেতে পারেন। চাকরিতে বদলি হতে পারে। কোনও বন্ধুর সহযোগিতায় আটকে থাকা কাজ পূর্ণ হবে। অর্থ লাভ হতে পারে। এই মাসে নয়া কোনও কাজ শুরু করতে পারেন।
2/4মিথুন রাশি- যাঁরা ব্যবসা করেন, এই সময় তাঁরা নতুন কোনও কাজ শুরু করতে পারেন। যা লাভজনক হবে। আপনার আয় বাড়বে। যাঁরা চাকরি করেন, তাঁদের পদোন্নতি হতে পারে। চাকরিতে বদলির সম্ভাবনা আছে।
3/4বৃশ্চিক রাশি- এই রাশির জাতকদের পরিবারে ধর্মীয় কাজ হতে পারে। ব্যবসার বহর বাড়তে পারে। আর্থিক অবস্থা ভালো হবে। দীর্ঘ যাত্রায় যাওয়ার যোগ তৈরি হতে পারে। মান-সম্মান বাড়বে।
4/4মীন রাশি- নয়া সম্পত্তির মালিক হতে পারেন। বিবাহিত জীবন সুখকর হবে। বাড়িতে শান্তির পরিবেশ থাকবে। আচমকা হাতে টাকা আসবে। দীর্ঘদিন ধরে আটকে থাকা কাজ পুরো হতে পারে।