Zomato: বিনয় সতী নামের এক উদ্যোক্তা সোশ্যাল মিডিয়া... more
Zomato: বিনয় সতী নামের এক উদ্যোক্তা সোশ্যাল মিডিয়ায় তাঁর অভিজ্ঞতা শেয়ার করেছন। তিনি জানান, খাবার ডেলিভারির সময়ে জোমাটোর ডেলিভারি এজেন্ট তাঁকে পরের বার থেকে অনলাইন পেমেন্ট করতে বারণ করেন। বরং ক্যাশ অন ডেলিভারি বেছে নিতে বলেন।
1/6জোমাটোতে ফুড ডেলিভারির কাজ করেই সংসার চালাচ্ছেন। এদিকে সেই জোমাটোর সঙ্গে প্রতারণার ফন্দি দিলেন এক ডেলিভারি এজেন্ট। সরাসরি গ্রাহককে সস্তায় খাবার খাওয়ার উপায় বাতলে দিলেন। করলেন টাকাপয়সারও সওদাও। ফাইল ছবি : মিন্ট (ShutterStock)
2/6না, হেঁয়ালি করছি না। আসলে এই সমস্যাটা ক্রমেই বাড়ছে জোমাটোতে। অনেক অসাধু ডেলিভারি এজেন্টই টাকার জন্য এই প্রতারণায় সামিল হয়েছেন। ঠিক কেমন প্রতারণা? ফাইল ছবি: লিঙ্কডইন (ShutterStock)
3/6বিনয় সতী নামের এক উদ্যোক্তা সোশ্যাল মিডিয়ায় তাঁর অভিজ্ঞতা শেয়ার করেছন। তিনি জানান, খাবার ডেলিভারির সময়ে জোমাটোর ডেলিভারি এজেন্ট তাঁকে পরের বার থেকে অনলাইন পেমেন্ট করতে বারণ করেন। বরং ক্যাশ অন ডেলিভারি বেছে নিতে বলেন। ফাইল ছবি: রয়টার্স (ShutterStock)
4/6এর কারণ জানতে চাইলে ওই ডেলিভারি এজেন্ট জানান, 'ধরুন আপনি ১,০০০ টাকার খাবার অর্ডার করলেন। এরপর সেটা ক্যাশ অন ডেলিভারি করলেন। এবার আমি যখন ডেলিভারি দিতে আসব, ২০০-৩০০ টাকা দিলেই হবে। আমি দেখিয়ে দেব যে আপনি খাবার রিসিভ করেননি। এদিকে খাবার আপনার হাতেই দিয়ে যাব।' প্রতীকী ছবি: শাটারস্টক (ShutterStock)
5/6এ হেন 'স্কিমে' চমকে যান ওই ব্যক্তি। বিষয়টি পোস্ট করে জোমাটোর CEO দীপিন্দর গোয়েলকেও জানান। এর সমাধান-সূত্র কী, তা জানতে চান। ফাইল ছবি: রয়টার্স (ShutterStock)
6/6Zomato’s net loss narrowed to ₹251 crore for the quarter ended 30 September from ₹430 crore a year ago. (File Photo: Mint) (ShutterStock)