বাংলা নিউজ >
ছবিঘর > ‘Zomato, খিদেয় মরে যাচ্ছি’, বিভ্রাট ফুড ডেলিভারি অ্যাপে, মাথায় হাত নেটিজেনদের
‘Zomato, খিদেয় মরে যাচ্ছি’, বিভ্রাট ফুড ডেলিভারি অ্যাপে, মাথায় হাত নেটিজেনদের
Updated: 11 Mar 2022, 10:52 PM IST
Ayan Das
নেটিজেনদের একাংশের দাবি, বিভ্রাটের মুখে পড়ল ফুড ডেলিভারি সংস্থার জোম্যাটোর (Zomato) অ্যাপ।
1/4বিভ্রাটের মুখে পড়ল ফুড ডেলিভারি সংস্থার অ্যাপ জোম্যাটো (Zomato)। এমনই অভিযোগ করলেন নেটিজেনদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় তাঁরা দাবি করেছেন, অনলাইনে খাবার অর্ডার দেওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে জোম্যাটোর তরফে আপাতত কোনও মন্তব্য করা হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)2/4বিভ্রাটের মুখে পড়ল ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটো (Zomato)। এমনই অভিযোগ করলেন নেটিজেনদের একাংশ। সোশ্যাল মিডিয়ায় তাঁরা দাবি করেছেন, অনলাইনে খাবার অর্ডার দেওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে জোম্যাটোর তরফে আপাতত কোনও মন্তব্য করা হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)3/4তবে বিষয়টি নিয়ে এখনও জোম্যাটোর তরফে কোনও মন্তব্য করা হয়নি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)4/4এক নেটিজেন বলেন, 'জোম্যাটো, খিদে পাচ্ছে।' অপর একজন লেখেন, 'জোম্যাটো, আপনাদের অ্যাপ ডাউন। খিদেয় মরে যাচ্ছি আমি।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স) অন্য গ্যালারিগুলি