এখনও পর্যন্ত Zomato ডেলিভারির জন্য অর্ডার প্রতি ১৮-২৫ শতাংশ কমিশন চার্জ করে। বাজার দখলের জন্য জোমাটো এতদিন সস্তায় পরিষেবা দিয়েছে। তবে এখন প্রতিবারের রিপোর্টের পর শেয়ার বাজারে তাদের অবস্থা আরও শোচনীয় হচ্ছে। ফলে লাভজনক হয়ে উঠতে মরিয়া তারা।
1/5ব্যাপক লোকসানে ডুবে জোমাটো। শেয়ারে ১৫০ টাকা থেকে কমতে কমতে ৪০ টাকায় নেমে এসেছে। এমতাবস্থায় কমিশন আরও বাড়াতে পারে Zomato। ইকোনমিক টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, ইতিমধ্যেই কয়েকটি রেস্তোরাঁ চেইনকে এই বিষয়ে জানিয়েছে ফুড ডেলিভারি সংস্থা। ২-৬% কমিশন বৃদ্ধি করা হতে পারে। বলাই বাহুল্য এতে বেজায় চটেছে রেস্তোরাঁগুলি। প্রতীকী ছবি: শাটারস্টক (Mint)
2/5উক্ত প্রতিবেদনে ইন্ডিগো হসপিটালিটির প্রতিষ্ঠাতা অনুরাগ ক্যাট্রিয়ার, জানিয়েছেন, 'কমিশন বাড়ানোর জন্য Zomato মুম্বই, দিল্লি এবং কলকাতা সহ একাধিক শহরে বিভিন্ন রেস্তোরাঁর চেইনগুলির সঙ্গে যোগাযোগ করেছে। এখনও ব্যাপারটা বেছে বেছে করা হচ্ছে। তবে এই নিয়ে রেস্তোরাঁ ব্যবসায়ী সমিতিরা শীঘ্রই তাদের সঙ্গে(Zomato) আলোচনা করবে।' ফাইল ছবি : মিন্ট (Mint)
3/5ET-র প্রতিবেদনে তিনি আরও দাবি করেন, 'এটি গত এক সপ্তাহ ধরে চলছে। আমাদের মধ্যে কয়েকজনকে বলা হয়েছে, আমরা তাদের দাবি না মানলে আমাদের বাদ দেওয়া হতে পারে, অথবা আমাদের ডেলিভারি রেডিয়াস হ্রাস করা হতে পারে অথবা অ্যাপে আমাদের ভিজিবিলিটি কমিয়ে দেওয়া হতে পারে।' ফাইল ছবি : মিন্ট (Mint)
4/5এখনও পর্যন্ত Zomato ডেলিভারির জন্য অর্ডার প্রতি ১৮-২৫ শতাংশ কমিশন চার্জ করে। বাজার দখলের জন্য জোমাটো এতদিন সস্তায় পরিষেবা দিয়েছে। তবে এখন প্রতিবারের রিপোর্টের পর শেয়ার বাজারে তাদের অবস্থা আরও শোচনীয় হচ্ছে। ফলে লাভজনক হয়ে উঠতে মরিয়া তারা। ফাইল ছবি: পিটিআই (Mint)
5/5সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে জোমাটো সিইও দাবি করেন, তাঁর প্রথমে বিশ্বাসই হয়নি যে শেয়ার এত কমে গিয়েছে। তবে তিনি অন্যের কাছ থেকে শেয়ারের দামের পতনের বিষয়ে জানতে পেরেছেন। নিজে শেয়ার বাজারে কোম্পানির অবস্থা দেখেন না। ছবি: টুইটার (Mint)