
‘ভারতকে ভালোবাসি’, বললেন করোনা-মুক্ত লুইস হ্যামিলটন
১ মিনিটে পড়ুন . Updated: 12 Dec 2020, 08:09 PM IST- কয়েকদিন আগেই মাইকেল শুমাখারের রেকর্ড স্পর্শ করেছেন ফর্মুলা ওয়ান চালক লুইস হ্যামিলটন।
শুভব্রত মুখার্জি
কয়েকদিন আগেই মাইকেল শুমাখারের রেকর্ড স্পর্শ করেছেন ফর্মুলা ওয়ান চালক লুইস হ্যামিলটন। করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন কয়েকদিন আগেই। তারপর সম্প্রতি তাঁর করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে। তাই এবার ফের তাঁকে দেখা যাবে স্বমহিমায়। তাঁকে আবার ফর্মুলা ওয়ানের ট্র্যাকে নামতে দেখা যাবে ।
গত সপ্তাহে হ্যামিলটন কোভিড টেস্টে পজিটিভ এসেছিল। তাঁর মৃদু উপসর্গ দেখা গিয়েছিল। তিনি পরীক্ষা করিয়েছিলেন। কোভিডের রিপোর্ট পজিটিভ হওয়ার পরে সঙ্গে সঙ্গে তিনি সেলফ আইসোলেশনে যান।
বৃহস্পতিবার তাঁর পরীক্ষা ফল নেগেটিভ এসেছে। তাঁর দল মার্সিডিজের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, 'বাহরিনে সেলফ আইসোলেশনে ছিলেন লুইস হ্যামিলটন। মেয়াদ শেষ হওয়ার আগেই তাঁর কোভিড টেস্টের রিপোর্ট নেগেটিভ এসেছে। ফর্মুলা ওয়ান কর্তৃপক্ষের প্রোটকল উনি সবই মেনেছেন। রবিবার রেসে নামতে তাঁর কোনও সমস্যা নেই।'
তারইমধ্যে শনিবার সকালে একটি ম্যাগাজিনের ছবি পোস্ট করে লেখেন, 'ভারত, তোমায় আমি ভালোবাসি'। সেই ম্যাগাজিনে তাঁকে বছরের 'সেরা পুরুষ'-এর তকমা দেওয়া হয়েছে।