লকডাউনের প্রথম এক সপ্তাহ ছুটির মেজাজে কাটিয়েছেন। তবে তার পর বেশিরভাগ মানুষ যখন বাড়িতে সময় কাটানোর বিকল্প খুঁজে বেড়িয়েছেন, ভারতের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা নিজেকে ব্যস্ত রেখেছেন বিভিন্নভাবে।
ফিভার নেটয়ার্কের বিশেষ উদ্যোগ #100Hours100Stars-এর শোয়ে সোমদেব জানান কীভাবে লকডাউনের দিনগুলিতেও তিনি রয়েছেন সদাব্যস্ত।
প্রাক্তন টেনিস তারকা বলেন, ‘প্রথম এক সপ্তাহ বা ১০ দিন ছুটির মেজাজে কেটেছে। তবে তার পর ছবি আঁকা, গান, টেনিস নিয়ে আলোচনা, কিছু সাক্ষাৎকার, তবহিলের জন্য অর্থ সংগ্রহ, প্রভৃতি সব কাজে ব্যস্ত হয়ে পড়েছি। বাড়িতে থাকলেও রীতিমতো ব্যস্ত রয়েছি মনে হচ্ছে। তাছাড়া বাড়ির টুকিটাকি কাজ, পরিস্কার করা প্রভৃতিও করে থাকি সময় মতো। আমার ডেস্ক দিনে পাঁচবার পরিস্কার করি। জামাকাপড় গুছিয়ে রাখি। স্ত্রী’র কাজে হাত লাগাই মাঝে মাঝে।'
লকডাউনে কীভাবে ফিট রাখেন নিজেকে, সেটাও জানালেন সোমদেব। তাঁর কথায়, ‘বাড়ির কাছে একটা টেনিস কোর্ট রয়েছে। কিছু জিমের সরঞ্জামও রয়েছে। শরীরচর্চায় অসুবিধা হয় না।’
টেনিস নিয়ে আলোচনা প্রসঙ্গে সোমদেব বর্তমান সময়ের বেশ কয়েকজন সম্ভাবনাময় তারকার কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘ভারতীয়দের মধ্যে সুমিত নাগালের মধ্যে দারুণ সম্ভাবনা রয়েছে। মাত্র ২২ বছর বয়স ওর। গত বছর রজার ফেডেরারের থেকে একটা সেট ছিনিয়ে নিয়েছে। ভারতীয় টেনিসমহলে এখন সুমিতের নামই ঘোরাফেরা করছে। সিঙ্গলসে রামকুমার রামানাথনও অত্যন্ত সম্ভাবনাময়। আন্তর্জাতিক টেনিসের দিকে তাকালে মেদভেদেভ, সিসিপাসদের মধ্যে ভবিষ্যতের তারকা হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।