গত ১০ বছর ধরে যুক্ত রয়েছেন নিজের স্বেচ্ছাসেবী সংস্থা Life Is A Ball-এর সঙ্গে। তবে করোনা ভাইরাসের জেরে লকডাউনে সাধারণ জনজীবন যখন দৃশ্যতই সমস্যায়, তখন টেনিসের সঙ্গে যুক্ত মানুষদের পাশে দাঁড়াতে সোমদেব দেববর্মণ নতুন উদ্যোগে শুরু করেছেন Love All ক্যাম্পেন।
ফিভার নেটওয়ার্কের অভিনব উদ্যোগ #100Hours100Stars-এর মঞ্চে ভারতের প্রাক্তন এক নম্বর টেনিস তারকা জানালেন, যাঁরা টেনিসের প্রাণ, যাঁরা নেপথ্যে থেকে খেলার মঞ্চ প্রস্তুত করে দেন, এমন কঠিন সময়ে তাঁদের জন্য কিছু করা দরকার। সেই ভাবনা থেকেই টেনিস তারকাদের সঙ্গে কথা বলে অর্থ সংগ্রহের উদ্যোগ নেন তিনি, যার পোশাকি নাম দেওয়া হয়েছে Love All।
সোমদেবের কথায়, ‘এই পরিস্থিতিতে টেনিসের সঙ্গে যুক্ত সকলেই খুব সমস্যায় রয়েছে। মার্কাররা, বল কিডরা, অ্যাকাডেমি ও ক্লাবগুলির সবাই সমস্যায় রয়েছে। সবাই জানি, এরাই খেলার মঞ্চ প্রস্তুত করে দেয়। সবসময় সতর্ক থাকে, যাতে সব ঠিকঠাক অনুষ্ঠিত হয়। আমি নিজে চ্যারিটির সঙ্গে যুক্ত গত দশ বছর। তাই সানিয়া, মহেশ, লিয়েন্ডার এবং টেমিসমহলের সবার সঙ্গে কথা বলেই ঠিক করি, একটা তহবিল গড়ে এদের সাহায্য করার।’
পরক্ষণেই সোমদেব জানান, ‘আসলে আমরা কেউ জানিনা ঠিক কবে অ্যাকাডেমি খুলবে। কবে টুর্নামেন্ট খেলা হবে। কবে আবার স্পোর্টিং ইভেন্ট শুরু হবে। সব কিছুই অনিশ্চয়তায় ঢাকা পড়ে রয়েছে। এটাই মানুষকে বেশি করে নার্ভাস করছে। সুতরাং যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, আমাদের উচিত এদের সাহায্য করে যাওয়া।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।